তৃণমূলের অঞ্চল সভাপতির অস্বাভাবিক মৃত্যুর পরে পড়শিদের একাংশ ও পরিবারের তরফে পুলিশকে না জানিয়ে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করছিল। খবর পেয়ে বুধবার সকালে গ্রামে গিয়ে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মুরারই ২ পঞ্চায়েত সমিতির অধীন কুশমোড় ২ অঞ্চলের মহম্মদপুর গ্রামের ঘটনা। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটিকে রামপুরহাট হাসপাতালে পাঠিয়েছে। এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
পুলিশ জানিয়েছে, পেশায় সিভিক ভলান্টিয়ার শাসক দলের ওই অঞ্চল সভাপতির নাম মেহেবুব সিরাজ (৩৬)। প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। বেশ কিছু দিন থেকে মেহেবুব সিরাজ ওরফে মিলন সিভিক পুলিশের কাজে মুরারই থানা যায়নি। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। রাত বারোটার পরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শোওয়ার ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় ওই যুবক। দরজা ভিতর থেকে বন্ধ আছে দেখে অনেকক্ষণ ডেকে বাবার সাড়া পাননি মেহেবুব সিরাজের ছেলে একাদশ শ্রেণির ছাত্র জুনায়েদ আলি। এরপরে দরজা ভেঙে দেখে মেহেবুবকে ফ্যানের সঙ্গে দড়ি বেধে গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের লোকজন।
বুধবার সকালে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতে গেলে পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে।