Advertisement
০৬ মে ২০২৪

তরুণীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী ও শাশুড়ি

এক তরুণীকে খুন করার অভিযোগে তাঁরই স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। সোমবার খয়রাশোলের লোকপুর থানা এলাকার ভাদুলিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দয়াময় ঘোষ এবং নমিতা ঘোষ। সেখান থেকেই তাঁদের ধরা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
লোকপুর শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০৩:০০
Share: Save:

এক তরুণীকে খুন করার অভিযোগে তাঁরই স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। সোমবার খয়রাশোলের লোকপুর থানা এলাকার ভাদুলিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দয়াময় ঘোষ এবং নমিতা ঘোষ। সেখান থেকেই তাঁদের ধরা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর চারেক আগে খয়রাশোল থানার উপরকেনানের বাসিন্দা প্রিয়া ঘোষের (২২) সঙ্গে দয়াময়ের বিয়ে হয়েছিল। দম্পতির একটি বছর আড়াইয়ের সন্তানও রয়েছে। রবিবার গভীর রাতে খবর পেয়ে প্রিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় সিউড়ি হাসপাতালে পাঠিয়েছিল পুলিশই। প্রাথমিক তদন্তে অনুমান, বিষক্রিয়ার ফলেই প্রিয়া অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোরেই হাসপাতালে মারা যান তিনি। রাত সাড়ে ৮টা নাগাদ প্রিয়ার বাপের পরিবারের তরফে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের হয়। পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁদের মেয়েকে বিষ খাইয়ে খুন করেছে। স্বামী, শ্বশুর শাশুড়ি, দুই ননদ-সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। দু’জন ধরা পড়লেও বাকিরা পলাতক বলে পুলিশ জানিয়েছে।

প্রিয়ার বাবা কৃষ্ণগোপাল ঘোষ মঙ্গলবার দাবি করেন, ‘‘বিয়ের পর থেকেই নানা অজুহাতে শ্বশুরবাড়ির লোকেরা আমার মেয়ের উপর অত্যাচার করত। এর আগে অশান্তি মেটাতে মীমাংসায়ও বসতে হয়েছে। কিন্তু ওরা যে এভাবে আমার মেয়েটাকে মেরে ফেলবে ভাবতে পারিনি। ওদের চরম শাস্তি চাই।’’ ধৃত দু’জনকে এ দিনই দুবরাজপুর আদালতে হাজির করে পুলিশ। সরকারি আইনজীবী মণিলাল দে জানিয়েছেন, বিচারক বধূর স্বামীকে তিন দিনের পুলিশি হেফাজত এবং শ্বাশুড়িকে ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lokpur Woman killed arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE