Advertisement
১৬ মে ২০২৪

পরিস্রুত পানীয় জল নিয়ে বৈঠক

পাথর শিল্পাঞ্চল এলাকায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা কীভাবে করা যায়, তাই নিয়ে জন স্বাস্থ্য কারিগরি দফতরের বীরভূম জেলা মনিটারিং কমিটি একটি বৈঠক করল বৃহস্পতিবার। এ দিন রামপুরহাট থানার মাঝখণ্ড গ্রাম লাগোয়া সংশ্লিষ্ট দফতরের পরিদর্শন ভবনে ওই বৈঠক হয়।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০১:২৮
Share: Save:

পাথর শিল্পাঞ্চল এলাকায় পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা কীভাবে করা যায়, তাই নিয়ে জন স্বাস্থ্য কারিগরি দফতরের বীরভূম জেলা মনিটারিং কমিটি একটি বৈঠক করল বৃহস্পতিবার। এ দিন রামপুরহাট থানার মাঝখণ্ড গ্রাম লাগোয়া সংশ্লিষ্ট দফতরের পরিদর্শন ভবনে ওই বৈঠক হয়। বৈঠকে ছিলেন দফতরের জেলা নির্বাহী আধিকারিক অর্ধেন্দু দত্ত-সহ জন বীরভূম এবং বোলপুর ডিভিশনের মেকানিক্যাল বিভাগের বাস্তুকাররা।

দফতরের আধিকারিকরা ছাড়াও ছিলেন বীরভূম জেলা মনিটারিং কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাপরিষদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধক্ষ্য জাফারুল ইসলাম। আশিসবাবু বলেন, “রামপুরহাট, নলহাটি, মুরারই, মহম্মদবাজার এই সমস্ত এলাকায় পাথর শিল্পাঞ্চল আছে। সেখানে পানীয় জলের সমস্যা রয়েছে।” ওই সমস্ত এলাকায় পরিতক্ত খাদানকে ব্যবহার করে কিভাবে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া যায়, তাই নিয়ে আলোচনা হয়। এছাড়া আটলা পানীয় জল প্রকল্পের মাধ্যমে রামপুরহাট থানার জুনিদপুর, নওয়াপাড়া, কামদেবপুর, কবিচন্দ্রপুর, চকআটলার মতো ফ্লোরাইড দূষিত ওই সমস্ত গ্রাম গুলিতে খুব শীঘ্রই পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আলোচনা হয়। জনস্বাস্থ্য কারিগরি দফতরের জেলা নির্বাহী আধিকারিক অর্ধেন্দু দত্ত বলেন, “পাথর শিল্পাঞ্চল এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রকল্প তৈরি করতে বলা হয়েছে। আটলা জল প্রকল্পের কাজ-সহ জেলাতে যে সমস্ত কাজ চলছে এবং অন্যান্য প্রকল্পগুলির বর্তমান পরিস্থিতি কি তাই নিয়েও আলোচনা হয়েছে।” তিনি জানান, আটলা জল প্রকল্পের কাজ শেষ হয়েছে। দফতরের বিভাগীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রকল্পের উদ্বোধন করবেন অগস্ট মাসের শেষের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE