এ বারেও পুজোয় সারা রাত ট্রেন চালাবে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল। ষষ্ঠী থেকে দশমী, পাঁচ দিন রাতভর ট্রেন মিলবে বলে মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। শহরতলির দর্শনার্থীর সংখ্যা পূর্ব রেলে অনেক বেশি হলেও দক্ষিণ-পূর্ব রেল বিশেষ ট্রেন চালাবে অনেক বেশি। পূর্ব রেল শিয়ালদহ উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১০ জোড়া বাড়তি ট্রেন চালাবে। আর শুধু হাওড়া-খড়্গপুর শাখায় ৩৫টি অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। পুজোয় শহরতলি থেকে লক্ষ লক্ষ মানুষ রাতে প্রতিমা দর্শন করতে আসেন কলকাতায়। রাতের শেষ ট্রেনের পরে প্রতি ঘণ্টায় গড়ে একটি ট্রেন সেই ভিড় কতটা হাল্কা করতে পারবে, প্রশ্ন উঠছে। শিয়ালদহের কোনও শাখায় ওই বিশেষ ট্রেন চলবে রাত আড়াইটে পর্যন্ত, আবার কোথাও ৩টে পর্যন্ত। হাওড়া-খড়্গপুর শাখায় রাত সাড়ে ৩টে পর্যন্ত ট্রেন চলবে।