Advertisement
E-Paper

খড়্গপুরে ক্যাব চালু করবে রেল

বছর চারেক হল কলকাতা ও শহরতলিতে ওলা-উব্‌রের মতো অনলাইন ক্যাব পরিষেবা চালু হয়েছে। এ ক্ষেত্রে মোবাইল অ্যাপেই বুক করে নেওয়া যায় ভাড়ার গাড়ি। কিন্তু অন্যতম রেলশহর, আইআইটি-র শহর হওয়া সত্ত্বেও খড়্গপুরে এমন পরিষেবা নেই।

দেবমাল্য বাগচী

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ০১:৩৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আইআইটি-র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র মুম্বই থেকে খড়্গপুর স্টেশনে নেমেছিলেন রাত ১১টায়। বেরিয়ে ট্যাক্সি পেলেন না। আর ভাড়ার গাড়ি ৪ কিলোমিটার দূরে আইআইটি পর্যন্ত যেতে ১৬০ টাকা চাইল। শেষে ১০০ টাকা ভাড়া গুনে রিকশায় চেপে ক্যাম্পাসে পৌঁছলেন।

বছর চারেক হল কলকাতা ও শহরতলিতে ওলা-উব্‌রের মতো অনলাইন ক্যাব পরিষেবা চালু হয়েছে। এ ক্ষেত্রে মোবাইল অ্যাপেই বুক করে নেওয়া যায় ভাড়ার গাড়ি। কিন্তু অন্যতম রেলশহর, আইআইটি-র শহর হওয়া সত্ত্বেও খড়্গপুরে এমন পরিষেবা নেই। সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে রেল-ই। ইতিমধ্যেই খড়্গপুর রেলের তরফে কলকাতায় পরিষেবা দেওয়া দু’টি অনলাইন ক্যাব সংস্থার সঙ্গে কথা হয়েছে। স্টেশনের বাইরে গাড়ি রাখার জায়গাও দেবে রেল। খড়্গপুরের ডিআরএম কে রবিনকুমার রেড্ডি বলেন, “বিশেষ করে আইআইটির পড়ুয়ারাদের কথা ভেবে এই পরিকল্পনা। পরিষেবা চালু হলে যাত্রীরা উপকৃত হবেন।”

এখন কলকাতা থেকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত অনলাইন ক্যাব পরিষেবা মেলে। এখন রেল চাইছে, খড়্গপুর, সাঁতরাগাছি ও শালিমার স্টেশনে স্থায়ী অফিস দিনরাত এই পরিষেবা দিক কোনও সংস্থা। রেল সূত্রের খবর, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে সম্প্রতি গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতরে দরপত্র ডাকার আবেদন পাঠিয়েছে খড়্গপুর রেল ডিভিশন। শুধু খড়্গপুর নয়, শালিমার ও সাঁতরাগাছি স্টেশনেও ক্যাব পরিষেবার জন্য জায়গা দিতে খড়্গপুর রেল প্রস্তুত। অন্যত্র ৬টি করে গাড়ি রাখার জায়গা দেওয়ার কথা বললেও খড়্গপুরে ১০টি গাড়ি রাখার জায়গা দেবে বলে খড়্গপুর রেল জানিয়েছে।

বছর খানেক আগে আইআইটির চতুর্থ বর্ষের পড়ুয়া মহম্মদ জাফর ভাড়া গাড়ির অনলাইন বুকিং চালু করেছিলেন। তবে তা অ্যাপে সংযুক্ত নয়। জাফর বলেন, “উদ্যোগপতি হিসেবে অনলাইন গাড়ি বুকিংয়ের ব্যবসা করে ভাল সাড়া পাচ্ছি।” ফলে, প্রতিষ্ঠিত সংস্থা এই পরিষেবা চালু করলে তা জনপ্রিয় হবে বলেই আশা।

গোটা বিষয়টি দেখভাল করছে রেলের কমার্শিয়াল বিভাগ। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কুলদীপ তিওয়ারি বলেন, “দু’টি সংস্থা আগ্রহ দেখিয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই এই পরিষেবা চালু হবে।”

Kharagpur Cab Railway ক্যাব খড়্গপুর রেল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy