এক দিনের ঝড়বৃষ্টিতে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও কিছু দিন বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা এক ধাক্কায় কমে হয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.১ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫ ডিগ্রির (স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম) বেশি ওঠেনি। আরও অন্তত পাঁচ দিন তাপমাত্রা এমন থাকতে পারে। বড়সড় কোনও পরিবর্তন হবে না।
আরও পড়ুন:
শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহর এবং শহরতলিতে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই দু’দিন কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে। তবে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার বেগ থাকবে বেশি। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এই জেলাগুলিতে। তবে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। এ ছাড়া, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে রবিবার পর্যন্ত। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা কম।