Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুলিশ থেকে প্রশাসনে, তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব রাজীব কুমার

আইএএস মহলের খবর, সাধারণ ভাবে প্রধান সচিবের পদটি আইএএসের ‘ক্যাডার পোস্ট’।

রাজীব কুমার।—ফাইল চিত্র।

রাজীব কুমার।—ফাইল চিত্র।

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ ০২:৩৭
Share: Save:

আইএএস এবং আইপিএসের মধ্যে অদলবদল করে দিল নবান্ন। এ বারের সেই রদবদলে ছ’জনের তালিকায় সব থেকে বড় চমক এডিজি (সিআইডি) রাজীব কুমার। পুলিশের দায়িত্ব থেকে প্রশাসনিক পদে তুলে এনে আইপিএস রাজীবকে তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব করা হয়েছে। এত দিন বাড়তি দায়িত্ব হিসেবে ওই দফতর দেখতেন অতিরিক্ত মুখ্যসচিব, আইএএস দেবাশিস সেন। আইএএস মহলের খবর, সাধারণ ভাবে প্রধান সচিবের পদটি আইএএসের ‘ক্যাডার পোস্ট’। এক জন আইপিএস অফিসারকে সেই পদ দেওয়ায় আমলা মহলের অনেকেই বিস্মিত। একই ভাবে এক জন আইপিএস অফিসারের হাতে থাকা কারা দফতরের দায়িত্ব আইএএস অফিসার এ সুব্বাইয়াকে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকায়। দিল্লি থেকে ফেরা সুমন্ত চৌধুরী হলেন ডিজি (অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট বা এটিআই)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajeev Kumar Nabanna IT Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE