প্রত্যক্ষদর্শী ও টালিগঞ্জ ট্র্যাফিক গার্ডের অনেকে জানিয়েছেন, দেবপ্রিয়ার গাড়ি সিগন্যাল ভেঙে চেতলার দিকে ঘুরতে গিয়ে এক পথচারীর প্রায় গায়ের উপরে উঠে পড়ে। চেঁচামেচি শুনে রাসবিহারী মোড়ে ডিউটিরত চন্দনবাবু গাড়ি আটকে দেবপ্রিয়ার লাইসেন্স দেখতে চান। অভিযোগ, দেবপ্রিয়া তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকী, চন্দনবাবুর নোটবই কেড়ে নেওয়ার চেষ্টা হয়, যেখানে তিনি গাড়ির নম্বর টুকে নিয়েছিলেন। লোকজন জড়ো হয়ে যায়। পোঁছে যায় বাড়তি পুলিশ। অভিযোগ, নিজেকে মেয়রের ভাইঝি হিসেবে পরিচয় দিয়ে তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন দেবপ্রিয়া।
তার পরেও কিন্তু দেবপ্রিয়া ও তাঁর দুই বান্ধবীকে পুলিশ থানায় নিয়ে যায়নি। গাড়ির আরোহী দুই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়, মেয়েদের
বলা হয় বাড়ি চলে যেতে। ফেরার পথেই গাড়ি ডিভাইডারে তুলে দেন মেয়রের ভাইঝি!
একই গাড়ি ঘিরে ফের চাঞ্চল্য ছড়ায়। লালবাজারের খবর, এ বার স্থানীয় লোকজন গাড়িটি ঘিরে ফেলেছিল। পুলিশ না-গেলে তিন তরুণীকে হেনস্থাও করা হতে পারত। পরিস্থিতি সামাল দিতে ওঁদের টালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু ওঁরা সেখানেও পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।
এমতাবস্থায় ‘পুলিশের কাজে বাধাদান’ ও ‘এলাকায় উত্তেজনা ছড়ানোর’ জন্য ভারতীয় দণ্ডবিধির দু’টি ধারায় দেবপ্রিয়াদের নামে অভিযোগ রুজু করেন টালিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর এ কে মিশ্র। প্রথম ধারাটি জামিন-অযোগ্য। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এমন এক পুলিশকর্মীর কথায়, ‘‘পাবলিক ওঁদের ব্যাপার-স্যাপার দেখে ক্রমশ খেপে উঠছিল। বিশেষত মেয়রের ভাইঝি এমন সব বাক্য প্রয়োগ করছিলেন, যাতে গণ্ডগোল বেধে যেতে পারত।’’
কেন?
এক প্রত্যক্ষদর্শীর দাবি, মেয়রের সঙ্গে আত্মীয়তার ঘোষণা তো বটেই, খোদ মুখ্যমন্ত্রীর নামও করা হচ্ছিল। ‘‘উনি (দেবপ্রিয়া) বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওঁর বাড়িতে খেতে আসেন। পুলিশ ওঁর কী করবে?’’— জানাচ্ছেন এক পুলিশকর্মী। তিনি বলেন, ‘‘বিস্তর তৃণমূল-সমর্থক ওখানে ছিলেন। দুর্ঘটনা ঘটিয়ে, পুলিশকে গালিগালাজ করে আবার মুখ্যমন্ত্রীর নাম তোলায় তাঁরা খেপে উঠেছিলেন। আমরা ওঁদের বুঝিয়ে-সুজিয়ে মেয়ে তিনটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।’’
এর প্রশংসা তো দূর, উল্টে আইনরক্ষকের ‘ভাবমূর্তি’ নষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী ওঁদেরই দায়ী করায় কলকাতা পুলিশের নিচুতলা হতাশ। দক্ষিণ ডিভিশনের এক গুরুত্বপূর্ণ থানায় কর্মরত এক কনস্টেবলের খেদ, ‘‘বারবার মার খেয়ে দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গিয়েছে। কোন ভরসায় কাজ করব?’’
লালবাজারে কর্মরত এক জনের পর্যবেক্ষণ, ‘‘এমনিতেই মানুষ ভাবছে, আমাদের মেরুদণ্ড নেই। আত্মীয়-বন্ধুদের কাছে মুখ দেখানো দায়। এ বার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য আমাদের আত্মবিশ্বাস একেবারে ধসিয়ে দিল!’’
বেহালা ডিভিশনের এক এসআই জানান, শুধু মে মাসেই রাজ্যে পুলিশ নিগ্রহের দশটি ঘটনা ঘটেছে, কোথাও নিগৃহীতেরা প্রতিকার পাননি।
উত্তর ডিভিশনের একাধিক কনস্টেবল বলেন, আলিপুর থানায় হামলা চালিয়ে, গোপালনগর মোড়ে পুলিশ পিটিয়ে প্রতাপ সাহারা বুক ফুলিয়ে ঘুরছেন, আর কর্তব্য পালন করতে গিয়ে পুলিশকে ছুটি নিয়ে মুখ লুকোতে হচ্ছে!
‘‘উপরন্তু পুলিশকে জুতো বওয়ানো বা জুতো পরানোর কাজে লাগাচ্ছেন মন্ত্রীরা। আমাদের মানসম্মান আর কী রইল?’’— প্রশ্ন ওঁদের প্রায় সকলেরই।
বস্তুত, চন্দন পাণ্ডে লম্বা ছুটি নিয়ে দেশের বাড়ি পাড়ি দেওয়ায়
যে প্রশ্নটা প্রকট হয়েছে, তা হল: মেয়রের ভাইঝির নিয়মভঙ্গের প্রতিবাদ করার মাসুল দিতেই কি ওঁকে ছুটিতে পাঠানো হল?
যা শুনে ডিসি (ট্র্যাফিক) ভি সলোমন নেসাকুমারের দাবি, ‘‘কোনও শাস্তিমূলক ব্যবস্থা হয়নি। চন্দনবাবু আগেই ছুটির দরখাস্ত করেছিলেন, তা মঞ্জুর হয়েছে।’’ যদিও লালবাজারের অন্দরমহলের খবর: এক লপ্তে লম্বা ছুটি সাধারণত মেলে না বললেই চলে। ছুটি পাওয়া নিয়ে পুলিশের ভিতরে ক্ষোভও কম নয়।
চন্দন পাণ্ডের দীর্ঘ ছুটিপ্রাপ্তি ঘিরে ধন্দ তাই থেকেই যাচ্ছে।