স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশমের শিক্ষক নিয়োগের ফল আগামিকাল, সোমবার প্রকাশিত হবে। তার কয়েক দিনের মধ্যেই ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করবে এসএসসি। তবে ফল প্রকাশের আগে চাকরিপ্রার্থীদের উদ্বেগ, নবম-দশমের ঘোষিত শূন্যপদ কি অপরিবর্তিত থাকবে? নাকি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মতো শূন্যপদ কমে যেতে পারে?
শিক্ষা দফতর সূত্রের অবশ্য দাবি, নবম-দশমের শিক্ষক নিয়োগের শূন্যপদ এখনও পর্যন্ত তেমন কমার আশঙ্কা নেই।
এই শূন্যপদ নিয়ে বিভ্রান্তির কারণ হিসেবে শিক্ষা দফতরের এক কর্তা জানান, এক দিকে নতুন করে শিক্ষক নিয়োগ যেমন হচ্ছে,তেমনই সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের চাকরিহারাদের একাংশ পুরনো চাকরিতে ফিরে যাচ্ছেন। এই শূন্যপদ সৃষ্টির ক্ষেত্রে নিয়মকানুনের বেড়াজাল আছে। তার ফলে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের আগে চূৃড়ান্ত শূন্যপদের হিসাব করতে গিয়ে দেখা গিয়েছিল, একাদশ-দ্বাদশের শিক্ষক পদে যত সংখ্যক চাকরিহারা ফিরে গিয়েছেন তত শূন্যপদ নতুন ভাবে তৈরি করা যাচ্ছে না। তাই ৬৯টি শূন্যপদকমে গিয়েছিল।
শিক্ষা দফতরের খবর, নবম-দশমের শিক্ষক পদে শূন্যপদের সংখ্যা ২৩,২১২। এখনও পর্যন্ত নবম-দশমে প্রায় ২৭০ জন পুরনো চাকরিতে ফিরে গিয়েছেন। এই ২৭০টি পদের মধ্যে নবম-দশমের বিষয় এবং ক্যাটেগরি মিলিয়ে এখনও পর্যন্ত ২৬০টির মতো শূন্যপদ তৈরি করা গিয়েছে। শিক্ষা দফতরের এক কর্তা বলেন, ‘‘আমাদের অনুমান, নবম-দশমে ২৩,২১২টি শূন্যপদের কথা ঘোষণা করা হয়েছিল তা কমার সম্ভাবনা কম।’’
এ দিকে, নবম-দশমের শিক্ষক নিয়োগের ফলের দিকে তাকিয়ে আছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। কারণ, অনেকেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় ঠাঁই পাননি। কেউ কেউ আবার ইন্টারভিউ তালিকায় জায়গা পেলেও চাকরি যে পাবেনই, সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না। তাই এখন শেষ ভরসা নবম-দশমের শিক্ষক পদ। যাঁরা নবম-দশমের শিক্ষক পদেও চাকরি পাবেন না, তাঁদের কর্মজীবন ৩১ ডিসেম্বর শেষ হয়ে যাবে।
তবে আপাতত আগামিকাল, সোমবার শুধু লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেটাই জানা যাবে। তারপর নথি যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হলে চাকরির দৌড়ের শেষ ধাপে পৌঁছলেন কি না, তা বুঝতে পারবেন পরীক্ষার্থীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)