আমেরিকার হাতে বন্দি ভেনেজু়য়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তি চেয়ে এবং আমেরিকার নানা ‘হুমকি’র প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব, এই অভিযোগ তুলে পথে নামল আরএসপি।
দলের কলকাতা জেলা কমিটির ডাকে শুক্রবার মৌলালি থেকে ধিক্কার মিছিল এবং পরে ধর্মতলায় বিক্ষোভ-সভা হয়েছে। প্রতিবাদ-সভায় ছিলেন দলের কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়, দলের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বাণী ভট্টাচার্য, মৃন্ময় সেনগুপ্ত, মুজিবর রহমান, আদিত্য জোতদার প্রমুখ। ভেনেজ়ুয়েলার মানুষের প্রতি সংহতি জানিয়ে আরএসপি নেতৃত্বের অভিযোগ, লাতিন আমেরিকার দেশটির তেলের ভান্ডার দখল করতেই আমেরিকা নানা ধরনের চক্রান্ত করছে। সভা ও মিছিল থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)