‘অগর সিন্ডিকেট না রহেগা তো বিশ হাজার লোক ভুখা মরেগা। বিশ হাজার লোক ভুখা রহেগা তো সরকার গির জায়েগি। দু’হাজার গুন্ডাও যদি মরে, সরকারের সমস্যা হবে।’ টাইমস নাও-এর ক্যামেরায় এমন ভাবেই হাটে হাঁড়ি ভেঙেছেন রাজারহাট-নিউ টাউনের বিধায়ক সব্যসাচী দত্ত। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার। তিনি আরও বলেন, ‘আমার শুধু ডিজেলের খরচ। মনোনয়নের খরচ। আর ভোটের দিন কিছু খরচ। সব মিলিয়ে ৭ থেকে ১০ লক্ষ। না হলে একটা ভোটে লড়তে ৫০ থেকে ৬০ লক্ষ টাকা খরচ হয়।’
কেমন চলে সব্যসাচীদের এই সিন্ডিকেট?
দেখুন সেই ভিডিও, সৌজন্যে এবিপি আনন্দ এবং টাইমস নাও