বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবি বিধানসভায় আরও জোরালো ভাবে তুলে ধরার আর্জি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। ভাস্কর ঘোষালের নেতৃত্বে ওই মঞ্চের প্রতিনিধিরা বৃহস্পতিবার অধিবেশনের ফাঁকে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। পরে শুভেন্দু বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে ওঁরা পথে এবং আদালতে লড়াই চালাচ্ছেন। আমরা বিভিন্ন সময়ে কর্মচারী, অবসরপ্রাপ্তদের সমস্যার কথা বিধানসভায় তুলেছি। বাইরেও সরব হয়েছি। আমরা আগামী দিনেও তা করব।’’ বিরোধী দলনেতার অভিযোগ, অর্থ, স্বরাষ্ট্রের মতো দফতর নিয়ে বিধানসভায় আলোচনার সুযোগই রাখছে না সরকার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)