Advertisement
৩০ এপ্রিল ২০২৪

প্রধান শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ

স্কুল সার্ভিস কমিশনের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলল কয়েকটি শিক্ষক সংগঠন। তাদের অভিযোগ, মেধা-তালিকা প্রকাশ না-করে পরবর্তী পর্যায়ে ‘পার্সোনালিটি টেস্ট’ বা ব্যক্তিত্ব পরীক্ষা এবং ‘ভেরিফিকেশন’ বা নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে। কাদের ডাকা হচ্ছে, তারও কোনও তালিকা দিচ্ছে না কমিশন। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৩
Share: Save:

স্কুল সার্ভিস কমিশনের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলল কয়েকটি শিক্ষক সংগঠন। তাদের অভিযোগ, মেধা-তালিকা প্রকাশ না-করে পরবর্তী পর্যায়ে ‘পার্সোনালিটি টেস্ট’ বা ব্যক্তিত্ব পরীক্ষা এবং ‘ভেরিফিকেশন’ বা নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হচ্ছে। কাদের ডাকা হচ্ছে, তারও কোনও তালিকা দিচ্ছে না কমিশন।

কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, ‘‘প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য মেধা-তালিকা প্রকাশ না-করে পার্সোনালিটি টেস্ট প্রক্রিয়া শুরু হতে চলেছে। এতে আমরা শঙ্কিত। অনেক ক্ষেত্রেই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকছে না।’’ নদিয়ার এক সহকারী প্রধান শিক্ষকের অভিযোগ, লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা-তালিকা প্রকাশ না-করায় তিনি আরটিআই বা তথ্যের অধিকার আইনে আবেদন করে জানতে চান, তাঁর নম্বর কত। ‘‘আমি কত নম্বর পেয়েছি, তা আমাকে জানানো হয়নি। তবে আমাকে এসএসসি থেকে জানানো হয়, মেরিট লিস্টে আমার নম্বর কম বলে ডাকা হয়নি,’’ বলেন ওই সহকারী প্রধান শিক্ষক। শিক্ষক শিবিরের একাংশের দাবি, শুধু ওই শিক্ষক নয়, অনেকেই বিভ্রান্তির শিকার। এসএসসি-র চেয়ারপার্সন শর্মিলা মিত্র বলেন, ‘‘প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School Service Commission Teachers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE