Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সিপিএমের দাবি পেশে তৃণমূলের বাধা, অশান্তি

বিদ্যুতের মাসুল এবং পেট্রল, ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার প্রতিবাদে বুধবার ‘ভিক্টোরিয়া হাউস অভিযানে’র ডাক দিয়েছিল কলকাতা জেলা সিপিএম। সঙ্গে জুড়ে নেওয়া হয়েছিল ইসলামপুরে গুলিতে ছাত্রমৃত্যুর প্রতিবাদও।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩১
Share: Save:

প্রতিবাদ ছিল বিদ্যুতের বাড়তি মাসুলের বিরুদ্ধে। ভিক্টোরিয়া হাউসে সিইএসসি কর্তৃপক্ষের কাছে তা নিয়ে দাবিপত্র দিতে গিয়েছিলেন সিপিএম নেতারা। অথচ সেখানে বচসা বাধল তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে! বিক্ষোভের জেরে শেষমেশ তৃণমূল নেতা-কর্মীদের নামে পুলিশে অভিযোগও দায়ের হল।

বিদ্যুতের মাসুল এবং পেট্রল, ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার প্রতিবাদে বুধবার ‘ভিক্টোরিয়া হাউস অভিযানে’র ডাক দিয়েছিল কলকাতা জেলা সিপিএম। সঙ্গে জুড়ে নেওয়া হয়েছিল ইসলামপুরে গুলিতে ছাত্রমৃত্যুর প্রতিবাদও। পুলিশ অবশ্য ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেয়নি। তাই ধর্মতলায় লেনিন মূর্তির কাছে বিক্ষোভ সভা করেন সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব, মানব মুখোপাধ্যায়, অনাদি সাহুরা। তার পরে মিছিল এসে ভিক্টোরিয়া হাউস ঘুরে আবার ধর্মতলার জমায়েতে ফিরে যায়। সিপিএমের একটি প্রতিনিধিদলকে যেতে দেওয়া হয় সিইএসসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। কিন্তু সিপিএম নেতাদের অভিযোগ, তাঁরা ভিতরে কথা বলতে যেতেই তৃণমূলের ইউনিয়নের নেতারা এসে হুমকি দিতে শুরু করেন। দু’পক্ষে বচসা বাধে। গোলমালের জেরে বাইরে বেরিয়ে আসেন সিপিএম নেতারা।

বাইরে কল্লোলবাবু, মানববাবুরা দাবি করেন, ‘বেআইনি’ কাজের জন্য তৃণমূল নেতাদের বিরুদ্ধে এফআইআর নিতে হবে। নচেৎ তাঁরা ওখানে ধর্না চালিয়ে যাবেন। কিছু ক্ষণ টানাপড়েন চলার পরে ঘটনাস্থলেই হেয়ার স্ট্রিট থানার পুলিশ সিপিএম নেতাদের অভিযোগ নেয়। তৃণমূল ইউনিয়নের কারও সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scuffle TMC BJP Victoria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE