যত কাণ্ড এখন কালিম্পঙে।
এই পাহাড়ি শহরের পুরসভা দখলে আনতে শনিবার মহকুমাশাসকের সঙ্গে গিয়ে দেখা করেন বিনয় তামাঙ্গপন্থী কাউন্সিলররা। আর এই দিনই একযোগে গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়ার কথা ঘোষণা করলেন কালিম্পঙের বিধায়ক সরিতা রাই, পুরসভার চেয়ারম্যান শুভ প্রধান, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য আরবি ভুজেল-সহ এক ঝাঁক প্রথম সারির নেতানেত্রী।
মোর্চার আলোচনাপন্থীদের অন্দরের খবর, সরিতা-ভুজেল-শুভরা সম্ভবত নতুন কোনও সংগঠন গড়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আচমকা এই দলত্যাগ কেন? সরিতা-ভুজেলদের ঘনিষ্ঠমহল সূত্রে বলা হচ্ছে, বিনয় তামাঙ্গ ও বিমল গুরুঙ্গের থেকে সমদূরত্ব রাখতেই এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় কমিটিতে থাকলে হয় এ পক্ষ, নয় ও পক্ষে দাঁড়াতে হবে। কিন্তু মোর্চার এই নেতারা আপাতত স্বাতন্ত্র্য বজায় রাখতে চান।