E-Paper

কেন্দ্রের প্যানেলে রাজ্য ৭ আইপিএস

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দু’দফায় ৮৫ জন আইপিএসের যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম রয়েছে এ রাজ্যের ৭ জনের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ০৫:১৫
বাংলা থেকে জায়গা পেলেন ৭ জন আইপিএস।

বাংলা থেকে জায়গা পেলেন ৭ জন আইপিএস। —প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় স্তরে কাজের জন্য ডেপুটেশনে রাজ্যের বিভিন্ন পুলিশ-কর্তাদের নিয়ে যে প্যানেল তৈরি হয়, তাতে বাংলা থেকে জায়গা পেলেন ৭ জন আইপিএস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দু’দফায় ৮৫ জন আইপিএসের যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম রয়েছে এ রাজ্যের ৭ জনের। স্বরাষ্ট্র মন্ত্রকের শনিবারের প্রকাশিত তালিকায় রয়েছেন প্রবীণ ত্রিপাঠী, সব্যসাচী রমণ মিশ্র এবং এন এস চক্রবর্তী। যে তালিকা রবিবার প্রকাশিত হয়েছে, তাতে রয়েছেন সৈয়দ ওয়াকার রাজা, সুব্রত গঙ্গোপাধ্যায়, সুধীর কুমার নীলকান্তম ও মিরাজ খালিদ। কেন্দ্রীয় স্তরে এই আধিকারিকেরা আইজি বা সমতুল পদমর্যাদায় কাজ করবেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

IPS IG

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy