তাদের যে ঘোরতর আপত্তি আছে, রাজ্য সরকার সেটা আগেই জানিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবার্ষিকী এবং স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সোমবার পড়ুয়াদের দেখালেন এবং শোনালেন শিবপুর আইআইইএসটি-কর্তৃপক্ষ। তা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে চাপান-উতোর শুরু হয়েছে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিন বলেন, ‘‘কর্তৃপক্ষের সতর্ক থাকা উচিত ছিল।’’ আইআইইএসটি-কর্তৃপক্ষও পাল্টা জানিয়ে দেন, বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়। আইআইইএসটি ছাড়াও প্রধানমন্ত্রীর ওই বক্তৃতা দেখিয়েছেন এবং শুনিয়েছেন বেলুড় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র পক্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখানোর-শোনানোর ব্যবস্থা করতে বলা হয়েছিল। কিন্তু বিরোধিতা করে রাজ্য সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্ত না-মানার কথা জানিয়ে দেন শিক্ষামন্ত্রী পার্থবাবু। বিবেকানন্দ এবং দীনদয়ালকে পাশাপাশি রেখে এই অনুষ্ঠানের বিরোধিতা করেছিলেন তাঁরা। প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরাও।