Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গ্রন্থাগারে কর্মী নিয়োগে আর্জি অর্থমন্ত্রীর কাছে

কর্মীর অভাবে কলকাতা শহরের পাশাপাশি বিভিন্ন জেলার পরিচিত গ্রন্থাগারও কার্যত ধুঁকছে। এই অবস্থায় কর্মী নিয়োগ করার জন্য দ্রুত অর্থবরাদ্দ করতে বুধবার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অনুরোধ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্রকে।

সিদ্দিকুল্লা চৌধুরী।—ফাইল চিত্র।

সিদ্দিকুল্লা চৌধুরী।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ০১:২৪
Share: Save:

জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগে তিন হাজারেরও বেশি পদে দীর্ঘদিন ধরে কোনও কর্মী নেই। নেই প্রয়োজনীয় সংখ্যক গ্রন্থাগারিক। গ্রুপ সি, ডি পদেও প্রচুর পদ ফাঁকা। একজন গ্রন্থাগারিককে একাধিক গ্রন্থাগারের দেখভাল করতে হচ্ছে। কর্মীর অভাবে কলকাতা শহরের পাশাপাশি বিভিন্ন জেলার পরিচিত গ্রন্থাগারও কার্যত ধুঁকছে। এই অবস্থায় কর্মী নিয়োগ করার জন্য দ্রুত অর্থবরাদ্দ করতে বুধবার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অনুরোধ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্রকে। এ দিন বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে একঝাঁক মন্ত্রী উপস্থিত ছিলেন। সেই সুযোগেই সিদ্দিকুল্লা সকলের সামনে দফতরের কর্মীর অভাবের বিষয়টি তোলেন বলে বিধানসভা সূত্রের খবর। একসঙ্গে এত পদে কর্মী নিয়োগ করা এখনই সম্ভব নয় বলে তখন অর্থমন্ত্রী জবাব দেন বলে সূত্রের খবর। ধাপে ধাপে নিয়োগ হবে বলে অর্থমন্ত্রী আশ্বাস দেন বলে সিদ্দিকুল্লার দাবি। পরে গ্রন্থাগার মন্ত্রী বলেন, ‘‘ধাপে ধাপে নিয়োগ করা হলে কাজটা সহজ হবে বলেই মনে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE