Advertisement
০৪ মে ২০২৪

বিচারপতি নিয়োগ কলকাতা হাইকোর্টে

কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা। ৬ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের পরে এখন কাজ করবেন ৩৬ জন। সম্প্রতি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানির সময়ে বিচারপতির শূন্যপদ নিয়ে সরাসরি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে তোপ দাগে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি দেবীপ্রসাদ দে-র বেঞ্চ।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১২
Share: Save:

কলকাতা হাইকোর্টে ৬ জন অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হলেন। অতিরিক্ত বিচারপতি পদে থাকার মেয়াদ সাধারণত ২ বছর। কাজের ভিত্তিতে ওই পদ থেকে স্থায়ী বিচারপতির পদে নিয়োগ করা হয়। মঙ্গলবার রাজাশেখর মানথা, প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য, শেখর বি শরাফ ও রাজর্ষি ভরদ্বাজের অস্থায়ী বিচারপতি পদে নিয়োগের কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইন মন্ত্রক। অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হওয়ার আগে এঁরা সকলেই কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। আজই অবসর নিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে। অস্থায়ী প্রধান বিচারপতি হয়েছেন রাকেশ তিওয়ারি।

কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা। ৬ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের পরে এখন কাজ করবেন ৩৬ জন। সম্প্রতি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানির সময়ে বিচারপতির শূন্যপদ নিয়ে সরাসরি কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে তোপ দাগে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি দেবীপ্রসাদ দে-র বেঞ্চ। বিচারপতির অভাবে কাজ ব্যাহত হওয়া নিয়ে বিক্ষোভ করেন আইনজীবী ও বিচারপ্রার্থীদের একাংশ। প্রবীণ আইনজীবীরা রাজ্যপালকে স্মারকলিপিও দেন। এই বিষয়ে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE