স্টেজক্রাফট অ্যাওয়ার্ড ২০২৩
বিনোদনের অন্যতম মাধ্যম হল রূপোলি পর্দা। তা সে কোনও রূপোলি পর্দায় রোমান্টিকতায় ভরপুর সিনেমাই হোক বা রোমাঞ্চকর কোনও থ্রিলার। এই সবকিছুই আমাদের কাছে খুব উপভোগ্য। কিন্তু এর নেপথ্য কাহিনি যাঁরা রচনা করেন তাঁদের কথা আমরা কেউই মনে রাখি না। আসল কারিগর কিন্তু তাঁরাই। তাই তাঁদের সম্মানিত করতে প্রতি বছর আয়োজিত হয় স্টেজক্রাফট অ্যাওয়ার্ড। এ বছরেও সায়েন্স সিটি অডিটোরিয়ামে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে স্টেজক্রাফট অ্যাওয়ার্ড ২০২৩।
এ বছর কিছুটা নতুন সাজে আসছে এই অ্যাওয়ার্ড শো। বহু নামজাদা টেকনিশিয়ানদের সম্মানিত করা হবে এই বছর। প্রতিবারের মতো এ বারেও উপস্থিত থাকছেন স্বনামধন্যা সঙ্গীতশিল্পী উষা উত্থুপ এবং টলিউডের অন্যতম সেরা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি বিনোদন জগতের সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত টেকনিশিয়ানকে 'সুপারহিরো' আখ্যা দিয়েছেন। এ ছাড়াও তিনি আরও জানিয়েছেন যে, তাঁদের অমূল্য সহযোগিতা ছাড়া শিল্পী হিসেবে তিনি অসম্পূর্ণ। তাই গত ৫৪ বছর ধরে এই মঞ্চে তিনি অনুষ্ঠান করছেন, এ বছরেও করবেন।
বিনোদন জগতের এই সুপারহিরোদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ৯ সেপ্টেম্বর বিকেল ৪:৩০টের সময় সাক্ষী থাকুন আপনিও। স্টেজক্রাফট অ্যাওয়ার্ড ২০২৩- এর ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy