Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কর্মীদের সতর্ক করলেন বক্সী

সারদা কাণ্ড থেকে সিন্ডিকেট— একের পর এক ঘটনায় বিড়ম্বনায় পড়ছে শাসক দল। সামনে বিধানসভা ভোট। তার আগে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাই তৃণমূল তৎপর হয়েছে। শনিবার মেদিনীপুরে দলীয় কর্মিসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী সতর্ক করেছেন, অন্যায় কাজে কেউ জড়িয়ে গেলে দল তার পাশে থাকবে না।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:০৪
Share: Save:

সারদা কাণ্ড থেকে সিন্ডিকেট— একের পর এক ঘটনায় বিড়ম্বনায় পড়ছে শাসক দল। সামনে বিধানসভা ভোট। তার আগে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাই তৃণমূল তৎপর হয়েছে। শনিবার মেদিনীপুরে দলীয় কর্মিসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী সতর্ক করেছেন, অন্যায় কাজে কেউ জড়িয়ে গেলে দল তার পাশে থাকবে না।

ধর্মতলায় ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ দিবসে’র সমাবেশের প্রস্তুতিতে মেদিনীপুরে এ দিন এক কর্মিসভায় সুব্রতবাবু বলেন, “দল ক্ষমতায় থাকলে কিছু সুযোগ-সন্ধানী মানুষ দলকে সামনে রেখে নিজেদের ইচ্ছেপূরণের চেষ্টা করে। আপনাকে লক্ষ রাখতে হবে কোন মানুষটি, কেন কাছে আসতে চাইছে। সে যেন আপনাকে ব্যবহার করে সার্বিক ক্ষতি করতে না পারে।’’ তৃণমূলের এই শীর্ষ নেতার সংযোজন, ‘‘পরে যদি বলেন, ‘আমি তো জানি না, আমাকে ফাঁসিয়ে দিয়েছে’, তা হলে কিন্তু আপনাকে ফেঁসেই থাকতে হবে। দলকে পাশে পাবেন না।’’

সভায় কর্মীদের মানুষের পাশে থাকার পরামর্শও দিয়েছেন সুব্রতবাবু। তাঁর কথায়, “মনে রাখবেন, সব কাজ কেউ করতে পারে না। তবে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের পাশে থাকতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE