Advertisement
১০ মে ২০২৪

পৌষমেলার নামে ট্রেনে সারচার্জ

রেল সূত্র খবর, যে সব যাত্রীরা আগে আসন সংরক্ষণ করেছেন তাঁদের ট্রেনে উঠে টিকিট পরীক্ষককে দিতে হচ্ছে বাড়তি ২০ টাকা। আর যাঁরা কাউন্টার থেকে অসংরক্ষিত কামরার জন্য ১৫ টাকা বা তার বেশি দামের টিকিট কাটছেন, তাঁদের বাড়তি পাঁচ টাকা দিতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ০৪:৩৮
Share: Save:

শান্তিনিকেতনে চলছে পৌষ মেলা (২৩-২৮ ডিসেম্বর)। সেই মেলা চলাকালীন বোলপুর স্টেশন থেকে ট্রেন ধরা যাত্রীদের অতিরিক্ত টাকা (সারচার্জ) দিতে হচ্ছে রেলকে। রেল কর্তৃপক্ষের দাবি, এটা তাদের নিয়ম। অতিরিক্ত পরিষেবার জন্য ওই সারচার্জ। যদিও ঘটনায় ক্ষুব্ধ যাত্রীদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, বোলপুর স্টেশনে বাড়তি টিকিট কাউন্টার চালু করা ছাড়া, আর কোনও পরিষেবা দিচ্ছে না রেল। না দেওয়া হয়েছে অতিরিক্ত ট্রেন, না হয়েছে নতুন শৌচাগারের ব্যবস্থা। তা হলে কেন নেওয়া হবে বাড়তি টাকা?

রেল সূত্র খবর, যে সব যাত্রীরা আগে আসন সংরক্ষণ করেছেন তাঁদের ট্রেনে উঠে টিকিট পরীক্ষককে দিতে হচ্ছে বাড়তি ২০ টাকা। আর যাঁরা কাউন্টার থেকে অসংরক্ষিত কামরার জন্য ১৫ টাকা বা তার বেশি দামের টিকিট কাটছেন, তাঁদের বাড়তি পাঁচ টাকা দিতে হচ্ছে। কিন্তু আগাম বিজ্ঞপ্তি না থাকায় ট্রেনে ওঠার পরে টিকিট পরীক্ষকেরা ওই টাকা চাইতে গেলে বাধছে বিপত্তি। টাকা দেওয়ায় আপত্তি তুলছেন অনেকে।

সম্প্রতি বোলপুর গিয়েছিলেন পানিহাটি পুরসভার স্বাস্থ্য অফিসার অনির্বাণ রায়। তিনি ফিরছিলেন মা তারা এক্সপ্রেসে। ট্রেন ওঠার পরে তাঁর কাছ থেকে টিকিট পরীক্ষক রসিদ দিয়ে ওই অতিরিক্ত টাকা নেন অনির্বাণবাবু বলেন, ‘‘টিকিট পরীক্ষক বলেছেন, মেলার জন্য সারচার্জ। অথচ, মেলার দর্শকদের জন্য স্টেশনে আলাদা কোনও ব্যবস্থা দেখিনি। তাও টাকা নেওয়া হল!’’

পূর্ব রেলের মুখ্য জনস‌যোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘রেলের নিয়মে মেলা বা কোনও উৎসবে বিরাট সংখ্যক যাত্রীসমাগম হলেই সে জন্য অতিরিক্ত কিছু ব্যবস্থা করতে হয়। সে ক্ষেত্রে মেলার ক’দিন ওই স্টেশন থেকে যে সব যাত্রীরা ফিরবেন তাঁদের সারচার্জ দিতে হয়।’’ রেল-কর্তাদের দাবি, এই নিয়ম কুম্ভ মেলা থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা— সর্বত্র প্রযোজ্য। কিন্তু পৌষ মেলা উপলক্ষে বোলপুর স্টেশনে যাত্রীদের কী-কী অতিরিক্ত পরিষেবা রেল দিচ্ছে জানতে চাওয়া হলে অতিরিক্ত টিকিট কাউন্টার চালু রাখা হয়েছে ছাড়া, আর কিছু জানাতে পারেননি রেল-কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Poush Mela পৌষমেলা Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE