নতুন নাগরিকত্ব আইন এবং এনআরসি-র বিরোধিতায় সোমবারও মিছিল-বিক্ষোভ হল পশ্চিম বর্ধমানের নানা প্রান্তে। দুর্গাপুরের সিটি সেন্টারে মিছিল করে সিপিএম। ছিলেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে দ্বিচারিতা করছেন। বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন।’’
এ দিন বিকেলে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দলের বিভিন্ন সংগঠনের বৈঠক শেষে মিছিল করে সিপিএম। সিটি সেন্টার বাসস্ট্যান্ড ঘুরে, মিছিল শেষ হয় একটি শপিংমলের সামনে। সূর্যকান্তবাবু ছাড়া, ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, সিটুর জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী, দলের নেতা পঙ্কজ রায় সরকার, বিপ্রেন্দু চক্রবর্তীরা। সূর্যকান্তবাবু অভিযোগ করেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বেহাল অর্থনীতির মতো নানা সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে বিজেপি নতুন নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে মেতেছে। রাজ্যে বিজেপির উত্থানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তাঁর অভিযোগ, ‘‘উনি সারা দেশের মতো এখানেও এনআরসি হওয়ার ব্যবস্থা করছেন। ডিটেনশন ক্যাম্পের জন্য জায়গা দিচ্ছেন।’’
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতেই করতে হবে জানিয়ে সূর্যকান্তবাবু বলেন, ‘‘এমন কিছু করবেন না, যাতে আপনার শত্রুর হাত শক্তিশালী হয়।’’ এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর আরও অভিযোগ, ‘‘উনি আমাদের জেলে ভরতে, মিথ্যা মামলা দিতে খুব তৎপর। এখন কী করছেন?’’