মুখ্যমন্ত্রী শহরে, এই যুক্তিতে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের সরকারি অতিথি নিবাসের বুকিং পূর্ত দফতর বাতিল করায় ক্ষুব্ধ বামেরা। শুক্রবার দলীয় বৈঠকে যোগ দিতে শিলিগুড়িতে পৌঁছন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পূর্ত দফতরের পরিদর্শন বাংলোতে সূর্যবাবুর জন্য এ দিন একটি ‘স্যুইট’ বুকিংও করা ছিল। বৃহস্পতিবার রাতে সেই বুকিং বাতিল বলে জানানো হয়। বামেদের প্রশ্ন, বুধবার রাতে শিলিগুড়ি পৌঁছে মুখ্যমন্ত্রী সুকনা বন বাংলোয় চলে যান। বৃহস্পতিবার রাতেও তিনি সেখানে ছিলেন। বুধবার বুকিং বাতিল করা হয়নি। তবে কি বৃহস্পতিবার রাতে প্রশাসনের হঠাৎ করে মনে পড়ল যে শহরে মুখ্যমন্ত্রী রয়েছেন? শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের অভিযোগ, ‘‘প্রভাবশালী কারও নির্দেশ ছাড়া বুকিং বাতিল হতে পারে না।’’ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘ঘটনাটা জানি না। খোঁজ নেব।’’