Advertisement
০১ মে ২০২৪

কঠিন চ্যালেঞ্জ মেনেই বৃহত্তর মঞ্চ চান সূর্য

রাজ্য রাজনীতিতে যে কঠিন পরিস্থিতিতে তাঁদের পড়তে হয়েছে, অতীতের দৃষ্টান্ত দিয়ে তার তুলনা সম্ভব নয় বলে মেনে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ০৩:৫৮
Share: Save:

রাজ্য রাজনীতিতে যে কঠিন পরিস্থিতিতে তাঁদের পড়তে হয়েছে, অতীতের দৃষ্টান্ত দিয়ে তার তুলনা সম্ভব নয় বলে মেনে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলের ৯৭তম প্রতিষ্ঠা দিবসের সভায় প্রতিকূলতা স্বীকার করেই তিনি ডাক দিয়েছেন, যা শক্তি আছে, তা-ই দিয়েই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। সেই সঙ্গেই গড়ে তুলতে হবে বৃহত্তর গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য। বিধানসভা ভোটে এ বার কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেও বিশেষ সুবিধা করতে পারেনি বামেরা। মোট ৩৩টি আসন জিতে তারা নেমে এসেছে তৃতীয় স্থানে। তার পর থেকে তৃণমূল লাগাতার বিরোধীদের দল ভাঙাচ্ছে। সিপিএমের এক জনের বেশি বিধায়ক দল না ছাড়লেও পঞ্চায়েত ও পুরসভা স্তরে ভাঙন চলছে। উত্থান ঘটছে সঙ্ঘ পরিবারের রাজনীতির। এই পরিস্থিতিকেই কঠিন চ্যালেঞ্জ বলে বর্ণনা করেছেন সূর্যবাবু। প্রমোদ দাশগুপ্ত ভবনে সোমবার প্রতিষ্ঠা দিবসের সভায় সূর্যবাবু বলেন, ‘‘সাম্প্রদায়িক মেরুকরণের মুখোমুখি দাঁড়িয়ে আছি। ঠিক এই রকম চ্যালেঞ্জ অতীতে ছিল, বলতে পারব না। কিন্তু এর মোকাবিলা করা সম্ভব। যা শক্তি আছে, তা-ই দিয়েই দাঁড়াতে হবে।’’ সিপিএমের রাজ্য সম্পাদক এ দিন অবশ্য কংগ্রেসের নাম করেননি। আসন্ন উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতাও হচ্ছে না। তবে সূর্যবাবু ফের আহ্বান জানিয়েছেন, বাম ঐক্যকে জোরদার করার পাশাপাশিই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করতে হবে। গড়তে হবে বৃহত্তর মঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SuryaKanta Mishra CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE