Advertisement
০২ মে ২০২৪

খাস জমি দখলকারীদের বাড়ির আশ্বাস শুভেন্দুর

সরকারি জমি দখল করে যারা ঘর বাড়ি করে রয়েছেন, তাঁদের আর উচ্ছেদ করা হবেনা। বরং তাঁদের বাসের জন্য সরকারি প্রকল্পে বাড়িঘর তৈরি করে দেওয়া হবে- মঙ্গলবার বিকালে হলদিয়া পুরসভার প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে এমন কথাই জানালেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর দাবি সরকারি জমিতে যারা বসবাস করছেন তাদের বাড়ি করার জমি দেবে হলদিয়া উন্নয়ন সংস্থা।

হলদিয়ায় শুভেন্দু অধিকারী।—নিজস্ব চিত্র।

হলদিয়ায় শুভেন্দু অধিকারী।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০১:২০
Share: Save:

সরকারি জমি দখল করে যারা ঘর বাড়ি করে রয়েছেন, তাঁদের আর উচ্ছেদ করা হবেনা। বরং তাঁদের বাসের জন্য সরকারি প্রকল্পে বাড়িঘর তৈরি করে দেওয়া হবে- মঙ্গলবার বিকালে হলদিয়া পুরসভার প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে এমন কথাই জানালেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর দাবি সরকারি জমিতে যারা বসবাস করছেন তাদের বাড়ি করার জমি দেবে হলদিয়া উন্নয়ন সংস্থা। আর ওই জমিতে সরকারি প্রকল্পে বাড়িঘর তৈরি করে দেবে জেলা প্রশাসন। এর ফলে হলদিয়ার সৌন্দর্যায়ন বাড়বে।

তবে এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য জানান, ‘‘সরকারি জমি দখল করে যারা বসবাস করছেন তাদের বাড়ি করে দেওয়ার জন্য আলাদা কোনও প্রকল্প নেই। তবে বাড়ি তৈরির জন্য পুরসভা বা এইচডিএ জমি দিলে গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়া হবে।’’ মঙ্গলবার হলদিয়া পুরসভা লাগোয়া রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে হলদিয়া পুরসভার ১৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান পালিত করে হলদিয়া পুরসভা। সেখানে তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী ছাড়াও থেকে শুরু করে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়,পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মানসকুমার দাস, জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সুজিতকুমার মাইতি, হলদিয়ার মহকুমাশাসক শঙ্কর নস্কর, হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গাছ লাগানোর জন্য হলদিয়ার তিনটি শিল্পসংস্থাকে পুরসভার পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।প্রা

হলদিয়া পুরসভা এলাকায় যে পানীয় জল, নিকাশির সমস্যা রয়েছে সে কথাও এ দিন মানেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর কথায়, ‘‘পুরসভার বেশ কিছু এলাকায় এখনও পানীয় জল পৌছে দেওয়া যায়নি। এটা আমাদের লজ্জার।’’ নিকাশি ব্যবস্থা সম্পর্কে শুভেন্দুবাবু বলেন, ‘‘নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বাড়ির প্ল্যান মানুষ যাতে হাতে পান তা দেখা হবে।’’ তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভা ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে থেকে এ পর্যন্ত হলদিয়া পুরসভা এলাকায় কী কী উন্নয়ন করেছে এবং আগামী দিনের পরিকল্পনা সম্বলিত লিফলেটে উপস্থিত লোকজনের হাতে তুলে দেওয়া হয়েছে। মাছ বাজার থেকে শুরু করে হিমঘর, ভবঘুরেদের রাত্রীকালীন আশ্রয়স্থল, কলকাতা, দিঘা, পুরিতে অতিথি নিবাসের ব্যবস্থা-সহ একাধিক প্রকল্প করা হবে বলে ওই লিফলেটে
বলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE