Advertisement
০১ মে ২০২৪
Suvendu Adhikari

শুভেন্দুর অফিস ভাঙচুর নন্দীগ্রামে

শুক্রবার নন্দীগ্রামে বিজেপির সভা বিশৃঙ্খলায় কার্যত পণ্ড হয়েছে। তারপর থেকেই উত্তপ্ত ছিল এলাকা।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৪:৫০
Share: Save:

বিজেপির সভায় ঢিলের পরে এ বার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ উঠল। শনিবার বিকেলে তৃণমূলের মিছিল থেকেই শুভেন্দুর ব্যক্তিগত ওই কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সামনে লাগানো সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়। ভাঙচুর হয়েছে বাইকও। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এই ঘটনাও বিজেপিতে আদি-নব্য বিরোধের পরিণাম।

শুক্রবার নন্দীগ্রামে বিজেপির সভা বিশৃঙ্খলায় কার্যত পণ্ড হয়েছে। তারপর থেকেই উত্তপ্ত ছিল এলাকা। তৃণমূলের অভিযোগ, নানা জায়গায় দলের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার, ফেস্টুন বিজেপি কর্মীরা ছিঁড়ে দিয়েছে। প্রতিবাদে এ দিন নন্দীগ্রাম-১ ব্লকের টেঙ্গুয়া থেকে থানা পর্যন্ত মিছিল করে তৃণমূল। পথসভাও হয়। ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি শেখ সুফিয়ান, নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবু তাহের, ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ দাসরা।

টেঙ্গুয়া মোড় থেকে কয়েক পা দূরেই শুভেন্দুর ওই কার্যালয়। আগে সেখানে ক্রমান্বয়ে তাঁর সাংসদ ও বিধায়ক কার্যালয় ছিল। এখন সেটি হয়েছে সহায়তা কেন্দ্র। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েকের অভিযোগ, ‘‘তৃণমূলের মিছিল থেকেই শুভেন্দুর অফিসে ভাঙচুর চলে। আমাদের পতাকাও ছিঁড়েছে।’’ নন্দীগ্রামের তৃণমূল নেতা সুফিয়ানের পাল্টা দাবি, ‘‘শুক্রবার সভা শেষে ফেরার পথে বিজেপি-র আদি কর্মীরাই শুভেন্দুর অফিসের হোর্ডিং ভাঙচুর করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari BJP TMC Nandigram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE