Advertisement
১১ মে ২০২৪
Nandigram

নন্দীগ্রামে ভোট ভাগের অঙ্ক কষছেন শুভেন্দু

মমতার নন্দীগ্রামের সভার পাল্টা হিসেবে মঙ্গলবার বিকেলে খেজুরির হেঁড়িয়ায় সভা করেন শুভেন্দু।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই ঘোষণা করেছেন, আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যে শুরু দেওয়াল লিখন।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই ঘোষণা করেছেন, আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তিনি। তার ২৪ ঘণ্টার মধ্যে শুরু দেওয়াল লিখন। নিজস্ব চিত্র।

কেশব মান্না
হেঁড়িয়া শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ০৪:০৭
Share: Save:

সোমবারই মহানগরীর রোড শো থেকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন— নন্দীগ্রামের মাটিতে আধ লাখ ভোটে হারাবেন তাঁর পুরনো নেত্রীকে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একেবারে হিসেবপত্র দিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, ‘সংখ্যালঘু’ ভোট ব্যাঙ্কের ভরসায় নন্দীগ্রামে জিততে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি সেই ভোট ব্যাঙ্কেও ভাগ বসাবেন। আর বাকি ভোটের সবটাই যাবে বিজেপিতে।

মমতার নন্দীগ্রামের সভার পাল্টা হিসেবে মঙ্গলবার বিকেলে খেজুরির হেঁড়িয়ায় সভা করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকেই মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ‘‘মাননীয়া, আপনি কার ভরসায় সেখানে দাঁড়াচ্ছেন? ৬২ হাজারের ভরসায় তো! সেই ভোটেও সিঁধ কাটব। আর পদ্ম বাকি ২ লক্ষ ১৩ হাজার ভোট পাবেই। ২ লক্ষ ১৩ হাজার কারা? জয় শ্রীরাম বলেন যাঁরা।’’

সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী নন্দীগ্রাম বিধানসভার ভোটার সংখ্যা প্রায় ২ লক্ষ ৭৫ হাজার। তার মধ্যে প্রায় ৬২ হাজার হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। রাজনৈতিক মহলের মতে, এ দিন সেই ভাগাভাগিই বোঝাতে চেয়েছেন শুভেন্দু। তবে এই ভাগাভাগির চেষ্টা নন্দীগ্রামের মাটিতে সফল হবে না বলেই দাবি করেছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি বলছেন, ‘‘উনি (শুভেন্দু) পাগল হয়ে গিয়েছেন। ভোটের আগে মানুষে মানুষে লড়াই বাধাতে চাইছেন। তবে মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে থেকে নন্দীগ্রামবাসীই এই সব অপচেষ্টা ব্যর্থ করে দেবেন।’’ হেঁড়িয়ার পাশেই খেজুরির বিদ্যাপীঠ মাঠের সভা থেকে তৃণমূল নেতা মদন মিত্রও এ দিন শুভেন্দুর উদ্দেশে বলেছেন, ‘‘বেশি হিন্দুত্ব দেখাচ্ছেন! নন্দীগ্রাম থেকেই আগামী দিনে রাজ্যশাসন করবেন মমতা। কলকাতা নয়, নবান্ন নয়, গোটা দেশ- বিশ্ব জানবে— বাংলার হেডকোয়ার্টার নন্দীগ্রাম।’’

শুভেন্দু, লকেট, বাবুল এ দিন একযোগেই দাবি করেছেন, ভবানীপুরে ভয় পেয়ে নন্দীগ্রামে লড়তে চাইছেন মমতা। তবে সেই লড়াইয়ে তিনি জিততে পারবেন না। লকেট স্লোগানও তোলেন— ‘নন্দীগ্রামে পদ্ম, মমতা এ বার জব্দ’। আর মমতার উদ্দেশে শুভেন্দুর চ্যালেঞ্জ, ‘‘এক জায়গাতেই আপনাকে দাঁড়াতে হবে। নন্দীগ্রাম থেকেই আপনাকে দাঁড়াতে হবে। দু’জায়গায় দাঁড়ালে চলবে না।’’ তবে শুভেন্দু নিজে নন্দীগ্রামে দাঁড়াবেন কিনা, তা নিয়ে এ দিনও ধোঁয়াশা কাটেনি। বরং শুভেন্দু বলেছেন, ‘‘বিজেপির প্রার্থী ঘোষণা মঞ্চে হয় না। তৃণমূলের মঞ্চে প্রার্থী ঘোষণা হয়। কারণ, ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি।’’ শুভেন্দু নিজে ধোঁয়াশা বজায় রাখলেও বাবুল কিন্তু স্পষ্টই বলেছেন, ‘‘শুভেন্দু এখান থেকেই ভোটে জিতবেন।’’

শুভেন্দু এ দিন নন্দীগ্রামের প্রতি মমতার ভালবাসা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ‘‘পাঁচ বছর অন্তর ভোট এলে নন্দীগ্রামের কথা মনে পড়ে।’’ নন্দীগ্রাম কাণ্ডে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন শুভেন্দু, লকেটরা। শুভেন্দুর কথায়, ‘‘আপনি কী করেছেন! অরুণ গুপ্ত, যে পুলিশ আধিকারিক নন্দীগ্রামে গুলি চালানোর নেতৃত্ব দিয়েছেন, তাঁকে শাস্তি দেননি। উল্টে পাঁচবার এক্সটেনশন দিয়েছেন। সিবিআই চার্জশিটে নাম থাকা, গোকুলনগরে গুলি চালানো পুলিশ আধিকারিক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের জামিনের ব্যবস্থা করেছেন।’’

এ প্রসঙ্গে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বক্তব্য, ‘‘নন্দীগ্রামের ঘটনা বাম আমলের। ওই সময়ই মামলার যা হওয়ার হয়ে গিয়েছে। আর পুলিশ আধিকারিকদের পদোন্নতি সব সরকারি নিয়ম মেনে হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE