সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে পারদ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে শীত। তার আগে কি শেষবারের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়বে? আবহবিদেরা তেমন সম্ভাবনা আপাতত দেখছেন না।
রবিবারও কলকাতার সর্বনিম্ন ছিল তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ভোরে ২২.১ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি পারদ। স্বাভাবিকের চেয়ে যা সাড়ে ছয় ডিগ্রি উপরে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:
আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশা থাকবে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত। আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গেও কুয়াশার সতর্কতা জারি হয়েছে। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এ ছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রারও খুব বেশি হেরফের হবে না উত্তরে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। সোমবার থেকে দু’তিন দিনে পারদ নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। তবে জাঁকিয়ে শীতের তেমন সম্ভাবনা নেই। সরস্বতীপুজোতেও চেনা শীতের দেখা মিলবে না।
মূলত পশ্চিমি ঝঞ্ঝাই এ বারের শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সোমবার নতুন একটি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে বলে জানা গিয়েছে। তাই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও তা স্থায়ী হবে না।