Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Manik Bhattacharya

মানিকের আরও ৩৫ দিন জেল হেফাজত, বিধায়কের জামিনের আবেদন খারিজ করে নির্দেশ আদালতের

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিকের বিরুদ্ধে বুধবার নতুন অভিযোগ এনেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারা বলে, মানিকের নজরদারিতেই ওএমআর শিটে গুপ্ত সঙ্কেতের আদান প্রদান হত।

মানিক ভট্টাচার্য।

মানিক ভট্টাচার্য। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৭
Share: Save:

বিধায়ক মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দিল ব্যাঙ্কশাল আদালত। পাশাপাশিই বিচারক জানিয়ে দিয়েছেন মানিককে আগামী ১৪ মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে। অর্থাৎ আগামী ৩৫ দিন জেলেই থাকতে হবে বিধায়ককে।

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিককে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে রাখা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। সেখানেই মানিক ১৪ মার্চ পর্যন্ত থাকবেন। হিসাব মতো তার পর আবার মানিকের মামলার শুনানি হবে আদালতে। মানিক অবশ্য ইতিমধ্যেই তাঁকে জেলে আটকে রাখা নিয়ে আপত্তি তুলেছেন। মঙ্গলবারও আদালতে দাঁড়িয়ে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘আমি আর কত জ্বলব। আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। আমার বিরুদ্ধে এমন অনেক অভিযোগ আনা হচ্ছে যার প্রমাণ আমি বাড়িতে থাকলে দিতে পারতাম। কিন্তু আমি তো বন্দি!’’

বুধবারও ব্যাঙ্কশাল আদালতে মানিকের মামলার শুনানি ছিল। সেখানেই তাঁর হয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। অন্য দিকে, তদন্তকারী সংস্থা ইডির আইনজীবী মানিকের বিরুদ্ধে নতুন অভিযোগ এনে তাঁর হেফাজতের আবেদন করে। তদন্তকারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে জানান, পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র ব্যবহার করে বিশেষ ‘গুপ্ত সঙ্কেত’ পাঠানো হত দুর্নীতির জন্য। হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল এর সঙ্গে যুক্ত ছিলেন। তবে, গোটাটাই হত মানিকের নজরদারিতে। আদালত দু’পক্ষের বক্তব্য শুনে বুধবার মানিকের জামিনের আবেদন খারিজ করে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE