বাম ও তৃণমূল জমানায় পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। সেই স্লোগান তুলে বাংলায় পরিবর্তনের ডাক দিল বিজেপি।
বিজেপি-র দাবি, ব্রিটিশ আমলে দেশের আর্থিক রাজধানী ছিল এই বাংলা। আশির দশকে কমিউনিস্ট শাসনের সময় থেকে বাংলা ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করে। তৃণমূল জমানায় সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আর্থিক, সামাজিক দিক থেকে অন্যান্য রাজ্যের তুলনায় পিছনের সারিতে চলে গিয়েছে বাংলা। বাংলার ‘নব যৌবন’ ফিরিয়ে আনতে হবে। তাই বাংলায় দরকার পরিবর্তন। সেই দাবিতেই বাংলায় পরিবর্তনেরই ডাক দিলেন বিজেপি নেতৃত্ব।
বাংলায় কোনও উন্নয়ন হয়নি, এই দাবি করে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত বিগত বাম ও বর্তমান তৃণমূল সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘জ্যোতি বসুর সময় সিপিএমের ক্যাডাররা অরাজকতার মহল তৈরি করেছিল। আর তৃণমূল জমানায় সেই গ্রাফ আরও বেড়েছে। সিপিএমের থেকেও বেশি অত্যাচার শুরু হয়েছে তৃণমূল জমানায়।’’ আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলাকে লক্ষ্য করেছে গেরুয়া শিবির। রাজ্যে ক্ষমতায় এলে সোনার বাংলা করবেন বলে ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব। শেখাওয়াতের কথায়, ‘‘এই বাংলায় অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। সে জন্য দেশের মানুষ গর্ব করেন। কিন্তু এখন হিংসা, অত্যাচারে শুধু দেশে নয় বিশ্বের কাছেও বাংলার গৌরব নষ্ট হচ্ছে। এ বার সেই গর্ব ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে ভারতের মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে, বাংলার মর্যাদা বৃদ্ধি করতে হবে।’’ তাঁর মতে, মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে যাবে, আর বাংলা পিছিয়ে যাবে এটা হয় না। বাংলা এগোলেই, ভারত এগোবে। শেখাওয়াতের কথায়, ‘‘তাই বাংলায় দরকার পরিবর্তন।’’