Advertisement
E-Paper

সিঙ্গুর নিয়ে সুজন বিঁধলেন তৃণমূলকে

এ দিন থেকে এসএফআইয়ের দু’দিনের সম্মেলন শুরু হয়েছে সিঙ্গুরের বলরামবাটি স্টেশন লাগোয়া একটি হিমঘর চত্বরে। এ দিন সেখানেই এসেছিলেন সুজনবাবু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০২:৪১
বক্তা: হুগলি জেলা এসএফআইয়ের ৩৫তম সম্মেলনে সুজন চক্রবর্তী। সিঙ্গুরের বলরামবাটিতে। নিজস্ব চিত্র

বক্তা: হুগলি জেলা এসএফআইয়ের ৩৫তম সম্মেলনে সুজন চক্রবর্তী। সিঙ্গুরের বলরামবাটিতে। নিজস্ব চিত্র

দলের ছাত্র সংগঠনের সম্মেলনে শনিবার সিঙ্গুরে এসে ফের শিল্প-বিতর্ক উসকে দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্যের শাসকদলের প্রতি তাঁর তোপ, ‘‘‘তৃণমূল রাজ্যের শিল্প সম্ভাবনাকে ডিনামাইট মেরে শেষ করেছে সিঙ্গুরের মাটিতে।’’

এ দিন থেকে এসএফআইয়ের দু’দিনের সম্মেলন শুরু হয়েছে সিঙ্গুরের বলরামবাটি স্টেশন লাগোয়া একটি হিমঘর চত্বরে। এ দিন সেখানেই এসেছিলেন সুজনবাবু। সভায় কমবয়সী ছেলেমেয়েদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তা দেখে কৌশলে কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ওই সিপিএম নেতা বলেন, ‘‘বামফ্রন্ট আমলে পিএসসি-এসএসসি দিয়ে বছরে ২০ হাজার বেকার যুবক-যুবতী চাকরি পেতেন। রাজ্যে বর্তমান সরকারের দিকে ১৮ বছরের ছেলেরা তাকিয়ে ছিল, সরকার কী ভাবে কর্মসংস্থান করে তা দেখার জন্য। কিন্তু সিঙ্গুরে ডিনামাইট দিয়ে শিল্পের শেড ভেঙে সরকার তা মাটিতে মিশিয়ে দিল।’’

গাড়ি কারখানার জন্য সিঙ্গুরের জমি অধিগ্রহণ সম্পূর্ণ অবৈধ ছিল বলে গত বছরই জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশমতো সেই জমির মালিকানা চাষিদের কাছে ফিরিয়েও দিয়েছে বর্তমান রাজ্য সরকার। সরকার জমিটিকে চাষযোগ্যও করে দিয়েছে।

Singur TMC Sujan Chakraborty সুজন চক্রবর্তী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy