Advertisement
০৭ মে ২০২৪

হাজার চুরাশি মায়ের দুধে বাড়ছে বুবু

তাকে জন্ম দিয়েই যিনি চোখ মুদেছেন, সেই গর্ভধারিণী মাকে চেনার সুযোগ হয়নি ছোট্ট বুবুর।দুনিয়ার দিকে দিকে মায়েরা যে ঘিরে থাকেন, ভাগ্য ভাল হলে যে সেই মায়েদের স্নেহ মেলে, তা বুঝতে অবশ্য অসুবিধে হচ্ছে না ছোট্ট বুবুর।

মায়ের ছবির পাশে ছোট্ট বুবু। দীপঙ্কর মজুমদারের তোলা ছবি।

মায়ের ছবির পাশে ছোট্ট বুবু। দীপঙ্কর মজুমদারের তোলা ছবি।

পারিজাত বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০৩:৩৬
Share: Save:

তাকে জন্ম দিয়েই যিনি চোখ মুদেছেন, সেই গর্ভধারিণী মাকে চেনার সুযোগ হয়নি ছোট্ট বুবুর।

দুনিয়ার দিকে দিকে মায়েরা যে ঘিরে থাকেন, ভাগ্য ভাল হলে যে সেই মায়েদের স্নেহ মেলে, তা বুঝতে অবশ্য অসুবিধে হচ্ছে না ছোট্ট বুবুর।

কারণ, নানান জাতি-ধর্ম-গোত্রের হাজারো মায়ের বুকের দুধই বাঁচিয়ে দিয়েছে ভূমিষ্ঠ হয়েই মা-হারানো শিশুটিকে। বলতে হবে সেই সব চিকিৎসক আর নার্সের কথাও, সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে অজস্র অভিযোগের মধ্যেই যাঁরা ব্যতিক্রমী যত্ন নিয়ে বাঁচিয়েছেন বুবুকে।

বুবুকে জন্ম দিয়েই মা যখন মারা গেলেন, বিয়োগযন্ত্রণা আর নবজাতককে বাঁচিয়ে রাখার ভাবনা হাত ধরাধরি করে এসে দাঁড়ায় আত্মীয়স্বজনের সামনে। ভাবনা নয় দুর্ভাবনা। কারণ, ডাক্তারেরা জানিয়ে দিলেন, মাতৃদুগ্ধ ছাড়া গোদুগ্ধ বা অন্য সব রকম দুধেই অ্যালার্জি নবজাতকের। কিন্তু তাকে যাঁর বুকের দুধ খাওয়ানোর কথা ছিল, তিনি আর নেই। গরুর দুধ বা কৌটোর দুধ কিছুই সহ্য হবে না বুবুর। তাকে বাঁচিয়ে রাখাটাই দুঃসাধ্য হয়ে উঠেছিল।

আর কোনও উপায় না-দেখে শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতালের নিওনেটোলজি বিভাগে মায়েদের কাছে গিয়ে সাহায্য ভিক্ষা করেন চিকিৎসকেরা। সঙ্গে ছিলেন বুবুর বাবা বাসুদেব দাস। দু’হাতে সদ্যোজাতকে তুলে ধরে তিনি অন্য মায়েদের বলেন, ‘‘আপনারা এগিয়ে এলে এই বাচ্চা বাঁচতে পারে। অন্য উপায় নেই।’’

ভারতীয় জীবনদর্শন গর্ভধারিণী ছাড়াও কেন অগণিত মায়ের কথা বলে, বোঝার বয়স হয়নি বুবুর। তবে তার বাবা এবং নার্স ও চিকিৎসকেরা সেই দর্শনের বাস্তব মাতৃস্রোত দেখে চমৎকৃত হয়ে গিয়েছিলেন। কে সদ্যোজাত বুবুকে বুকের দুধ খাওয়াবে, তা নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল মায়েদের মধ্যে। বুবু ওরফে দেবাঞ্জনের বাবা বাসুদেব বললেন, ‘‘বুবুর জন্মের তিন ঘণ্টার মধ্যে ওর মা মমতা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরে মায়েদের থেকে যে এমন সাড়া পাব, ভাবিনি। জাতিধর্ম নির্বিশেষে সকলেই দুধ খাইয়েছে আমার ছেলেকে। এক মাকে হারিয়ে অনেক মা পেয়েছে ও।’’

এসএসকেএমের চিকিৎসকেরা জানান, শিশুকে অন্য মায়ের দুধ দেওয়ার আগে দুগ্ধদাত্রীর কোনও রোগ আছে কি না এবং তাঁর দুধের গুণাগুণ যথাযথ কি না, সেগুলো পরীক্ষা করে নিতে হয়। বুবুর ক্ষেত্রেও তা-ই হয়েছে। ২০১৫ সালের ৩ মার্চ বুবুর জন্মের পরে টানা দেড় মাস এ ভাবেই চলেছে। তার পরে হাওড়ার জগাছার বাড়ি চলে যায় বুবু।

প্রাথমিক ভাবে শারীরিক দিক থেকে বুবু খানিকটা সবল হওয়ার পরে এক ধরনের বিদেশি ‘হাইপো অ্যালার্জিক ফর্মুলা’ অপেক্ষাকৃত কম দামে কেনার ব্যবস্থা করে দেন চিকিৎসকেরা। ঠিক এক বছর বাদে এই মার্চে জন্মদিন পালনের পরে বাবার কোলে চড়ে নিওনেটোলজির ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করতে আসে বুবু। এখন সে ১৫ কিলোগ্রাম ৯০০ গ্রামের হৃষ্টপুষ্ট শিশু। তার সঙ্গে দেখা করতে এসেছিলেন সেই দুগ্ধদাত্রী মায়েদের অনেকেই। বুবুকে বুকে জড়িয়ে ধরে যাঁদের অনেকেরই চোখের জল থামতে চায়নি।

বুবুর মতো ভাগ্য তো সব শিশুর না-ও হতে পারে। তাদের ক্ষেত্রে এমন সমস্যার সুরাহা কী?

শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ জানান, এটা একটা অদ্ভুত সমস্যা। এই পরিস্থিতিতে প্রথমে বাচ্চাকে সয়াবিনের দুধ দিয়ে দেখা হয়। কিন্তু যাদের দুগ্ধ-প্রোটিনে অ্যালার্জি থাকে, তাদের ৩৫-৫০ শতাংশের মধ্যে সয়াবিনের দুধেও অ্যালার্জি থাকে। ‘‘তখন অত্যন্ত দামি কিছু বিদেশি হাইপো অ্যালার্জিক ফর্মুলা খাওয়ানো ছাড়া গতি নেই। এই শিশুটির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ভাবে অন্য মায়েরা অন্তত প্রথম দেড় মাস সেই খরচও বাঁচিয়ে দিয়েছিলেন,’’ বললেন অপূর্ববাবু।

মমতাদেবীর মৃত্যুর পরে বুবুকে কৌটোর দুধ দেওয়া হয়েছিল। খাওয়ার পরেই তার ডায়েরিয়া শুরু হয় বলে জানান এসএসকেএমের নিওনেটোলজি বিভাগের প্রধান সুচন্দ্রা মুখোপাধ্যায়। পরীক্ষানিরীক্ষায় জানা যায়, গরু বা কৌটোর দুধে তার অ্যালার্জি বা বিস্পৃহা। দুশ্চিন্তায় পড়ে যান চিকিৎসকেরা। সুচন্দ্রাদেবীর কথায়, ‘‘নবজাতককে দিনে ৮-৯ বার ২৫০ থেকে ৩৫০ মিলিলিটার করে দুধ খাওয়ানো দরকার। বুবুর ক্ষেত্রে সেটা শুধু বুকের দুধ হতে হবে। তখন নিওনেটোলজিতে ভর্তি অন্য শিশুদের মায়েদের অনুরোধ জানানো হয়। এক বার বলতেই সকলে রাজি হন। বুবুকে হাসপাতালের মাতৃদুগ্ধ ব্যাঙ্ক ‘মধুর স্নেহ’-এ সঞ্চিত দুধও দেওয়া হয়।’’

বাবা-ঠাকুরমা-পিসির স্নেহ এখন ঘিরে আছে ছটফটে বুবুকে। তার জীবনীশক্তির বুনিয়াদ গড়ে দিয়েছে হাজার চুরাশি মায়ের সঞ্জীবনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

breastmilk
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE