Advertisement
১১ মে ২০২৪

দুর্ঘটনায় জখম রামকৃষ্ণ মিশনের তিন সন্ন্যাসী

পথ দুর্ঘটনায় জখম হলেন রামকৃষ্ণ মিশনের তিন সন্ন্যাসী-সহ চারজন। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের মাদপুরে, ৬ নম্বর জাতীয় সড়কের ওপর। জখম চারজনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মেদিনীপুর হাসপাতালে আহত স্বামী দয়াকরানন্দ। —নিজস্ব চিত্র।

মেদিনীপুর হাসপাতালে আহত স্বামী দয়াকরানন্দ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০০:৪২
Share: Save:

পথ দুর্ঘটনায় জখম হলেন রামকৃষ্ণ মিশনের তিন সন্ন্যাসী-সহ চারজন। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণের মাদপুরে, ৬ নম্বর জাতীয় সড়কের ওপর। জখম চারজনকেই উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন একটি গাড়িতে চেপে গড়বেতা রামকৃষ্ণ মিশনে জিএপি প্রকল্পের কাজ দেখতে আসছিলেন বেলুড় রামকৃষ্ণ মিশনের দুই সন্ন্যাসী ভক্তিরসানন্দ এবং দয়াকরানন্দ গড়বেতায় যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন গড়বেতা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ব্রহ্মবিদানন্দ। গাড়ি চালাচ্ছিলেন স্বপন সাউ নামে এক যুবক। মাদপুরের কাছে খড়্গপুরগামী একটি ডাম্পার ওই গাড়িটিকে ধাক্কা মারে। জখম হন চারজনই। খবর পেয়ে মেদিনীপুর মেডিক্যালে আসেন গড়বেতা রামকৃষ্ণ মিশনের সম্পাদক লোকেশানন্দ। চিকিৎসকরা জানিয়েছেন, জখমদের মধ্যে ভক্তিরসানন্দের আঘাতই বেশি। তাঁর ফিমার বোন ভেঙে গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accident ramakrishna mission midnapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE