Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Kunal Ghosh

Bagda incident: ক্ষমা চান শাহ, দাবি তৃণমূলের

সীমান্তে তরুণীকে গণধর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে ঘটনাস্থলে প্রতিবাদ দাবি তুলল তৃণমূল।

প্রতিবাদসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা।

প্রতিবাদসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী শশী পাঁজা। ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ০৭:৩৮
Share: Save:

সীমান্তে তরুণীকে গণধর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনা বাগদায় পাঁচ বছরের মেয়ের সামনে মাকে গণ ধর্ষণের অভিযোগ উঠেছে বিএসএফের দুই জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত বিএসএফ জওয়ানদের শাস্তির দাবিতে রবিবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয় ঘটনাস্থলের কাছেই। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করার পাশাপাশি মহিলাদের সুরক্ষার দাবি তোলা হয়।

প্রতিবাদসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘সীমান্তের ওই জায়গায় আসতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওই মায়ের কাছে ক্ষমা চাইতে হবে তাঁকে। কলকাতার কাশীপুরে একটি আত্মহত্যার ঘটনায় তিনি যদি যেতে পারেন। তা হলে এখানে আসবেন না কেন? কেন তিনি টুইট করেও ক্ষমা চাইলেন না?’’ তৃণমূলের এই বক্তব্যকে ‘নিম্নরুচির রাজনীতি’ বলে চিহ্নিত করেছে রাজ্য বিজেপি। সভায় যাওয়ার আগে কুণাল ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, পার্থ ভৌমিক-সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানকার অভিজ্ঞতা নিয়ে কুণাল বলেন, ‘‘যা সামনে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র। আতঙ্কে গ্রাম কাঁদছে।’’ শশী বলেন, ‘‘নির্যাতিত মহিলা সাহস নিয়ে পুলিশে অভিযোগ জানানোয় তাঁকে কুর্নিশ জানাই।’’

সভায় আর এক মন্ত্রী পার্থের অভিযোগ, ‘‘জওয়ানেরা বিজেপি নেতাদের পাহারায় থাকেন। তারা দেখেন, বিজেপি নেতারা মহিলাদের অসম্মান করেন। তা দেখে জওয়ানেরাও মহিলাদের অসম্মান করছেন।’’ তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘গ্রামবাসীরা ভয় পাচ্ছেন। অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ সভা করেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kunal Ghosh BSF Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE