Advertisement
E-Paper

মুকুলের কেন্দ্রীয় সুরক্ষা নিয়ে মামলা তৃণমূলের

কেন মুকুল রায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল, তা নিয়ে প্রতিবাদ জানিয়ে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিল নবান্ন। কেন্দ্র কর্ণপাত না করায় এ বার কলকাতা হাইকোর্টে মুকুলের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ০৩:৪২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

কেন মুকুল রায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল, তা নিয়ে প্রতিবাদ জানিয়ে আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিল নবান্ন। কেন্দ্র কর্ণপাত না করায় এ বার কলকাতা হাইকোর্টে মুকুলের নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী।

তৃণমূল ছাড়ার পরে এ মাসেই বিজেপিতে যোগ দেন মুকুল। মামলাকারীর বক্তব্য, তৃণমূল ছাড়া এবং বিজেপিতে যোগ দানের মধ্যবর্তী সময়ে এমন কোনও ঘটনা ঘটেনি, যার জন্য মুকুলের কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন। তা হলে কেন তাঁকে ওই নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা জানতে চেয়েছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ।

রাজ্যের সঙ্গে পরামর্শ না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি মুকুল রায়কে ‘ওয়াই প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে নবান্ন। নর্থ ব্লককে লেখা চিঠিতে নবান্ন বলেছে, ‘আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। রাজ্যের কোন কোন ব্যক্তিকে কী স্তরের নিরাপত্তা দেওয়া হবে, তা ঠিক করার অধিকারও রাজ্যের। এ ক্ষেত্রে ‘নিরাপত্তাপ্রাপক’ বাছার ক্ষমতা কেন্দ্রের নেই। মুকুলকে কোনওভাবেই তাই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া যায় না।’ নবান্নের আরও যুক্তি, মুকুলকে একতরফা ভাবে নিরাপত্তা দিয়ে আসলে কেন্দ্র-রাজ্য সম্পর্কের বৈধতা মানছে না দিল্লি।

দিল্লি অবশ্য রাজ্যের চিঠির জবাব এখনও দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রকের এক কর্তা জানান, জীবনের অধিকার সাংবিধানিক। সংবিধান রক্ষার দায় কেন্দ্রেরও। ভিভিআইপিদের সুরক্ষার বিষয়টিও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পড়ে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রক কোনও অন্যায় করেনি। সাংসদ জর্জ বেকার এবং রূপা গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও রাজ্যকে বলার পরেও তাঁদের কোনও নিরাপত্তা দেওয়া হয়নি। তাঁদেরও কেন্দ্র নিজে থেকেই নিরাপত্তা দিচ্ছে।

এরই মধ্যে মুকুল-পুত্র শুভ্রাংশু নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে প্রকাশ্যে দিন কয়েক আগে মন্তব্য করেন। এ বার তাঁর বিধানসভা কেন্দ্র বীজপুরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন শুভ্রাংশু।

Mukul Roy BJP Security TMC মুকুল রায় Central Government দেবরাজ চক্রবর্তী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy