পাহাড়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিগৃহীত হওয়ার প্রতিবাদে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছিল গেরুয়া শিবির। শনিবার রাজ্য জুড়ে পাল্টা বিক্ষোভ-মিছিলে বিজেপিকে কার্যত উড়িয়ে দিল তৃণমূল।
শুক্রবার কলকাতা, বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ৫০০টি জায়গায় অবরোধ-বিক্ষোভ করে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়েছিল বিজেপি। তবে খাস কলকাতার রাস্তাতেও বিজেপির বিক্ষোভে খুব বেশি কর্মী-সমর্থকের ভিড় ছিল না। বিজেপির ওই ‘আস্ফালন’এর জবাব দিতে এ দিন দুপুরে বেলা ১টা থেকে দু’টো পর্যন্ত পথে নেমে জনজীবন কার্যত স্তব্ধ করে দিল শাসক দল। কেন্দ্রীয় ভাবে কোনও মিছিল না করে কলকাতার হাজরা, গড়িয়াহাট, বেহালা, খিদিরপুর, যাদবপুর, শ্যামবাজার, ধর্মতলা, গিরিশ পার্কের মতো বিভিন্ন জায়গায় মিছিলে হাঁটেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও পোড়ানো হয়।
তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ দিন বেহালায় ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মিছিলে পা মেলান। বিক্ষোভ কর্মসূচির পরে তিনি বলেন, ‘‘পাহাড়ে প্রত্যাখ্যাত বিমল গুরুঙ্গকে যে ভাবে বিজেপি আবার মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তা মানুষ ভাল ভাবে নেয়নি। ফলে বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সামিল হয়েছে।’’ শাসক দলের ‘শক্তি’ দেখে অবশ্য দিলীপবাবু বলেছেন, ‘‘ওরা (তৃণমূল) যা করেছে, সবটাই গায়ের জোরে।’’