‘আহত’ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে একদল লোককে দেখা যায় সুকান্তের গাড়ি ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছেন। উঠছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের নামে জিন্দাবাদ ধ্বনিও। যদিও এই বিক্ষোভকে তৃণমূলের ‘সাজানো’ বলে দুপুরেই অভিযোগ করেছিলেন সুকান্ত। সন্ধ্যায় পাল্টা একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে তৃণমূল দাবি করল, সুকান্তই নিজের মুখে বলেছেন, বিক্ষোভকারীরা সবাই ববির লোক। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি।
কে ববি? গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। তাঁরই ডাক নাম ববি। একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে তৃণমূল দাবি করেছে, সুকান্ত মুখ ফস্কে সত্যিটা বলে ফেলেছেন। ওই অডিয়োতে একটি কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, ‘‘তোমরা চেনো না এদেরকে? এরা তো ববির লোক মনে হচ্ছে সব! খবর রাখো কিছু?’’ পাশ থেকে অন্য একটি কণ্ঠকে বলতে শোনা যাচ্ছে, ‘‘সর্বনাশ করেছে!’’
তৃণমূল ওই অডিয়োর পাশে অভিজিৎ দাস (ববি)-এর ছবি দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছে, ‘আমরা বিজেপির হতাশা বুঝি। কিন্তু আমাদের বুঝতে সাহায্য করুন যে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখ থেকে কি ভুল করে সত্যিটা বেরিয়ে গেল?’ উল্লেখ্য, বিক্ষোভকারীদের গলায় ছিল গেরুয়া উত্তরীয়। দুপুরে এক্স হ্যান্ডলে সুকান্ত লিখেছিলেন, ‘গলায় গেরুয়া উত্তরীয় পরে আর কপালে তিলক এঁকে কারসাজি করে বিজেপি কর্মী সেজে এরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে! ছবিতে গেরুয়া উত্তরীয় পরে যাকে দেখা যাচ্ছে, সে ডায়মন্ড হারবার এলাকার তৃণমূল কংগ্রেস নেতা এবং দাগী দুষ্কৃতী শামিমের ঘনিষ্ঠ সহযোগী রাজু। আজ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় আক্রান্ত বিজেপি কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ কার্যক্রমে পৌঁছোনোর সময় এরাই ঢুকে রাস্তায় সস্তায় নাটক করছে!’
আরও পড়ুন:
সন্ধ্যায় তৃণমূল অডিয়ো প্রকাশ করার পর সুকান্ত বলেন, ‘‘তৃণমূলের কারবারই হচ্ছে ভুয়ো ছবি, ভুয়ো ভিডিয়ো তৈরি করে ছড়ানো। আগেও সে সব সকলে দেখেছেন। এটাও তেমনই একটা ভুয়ো অডিয়ো।’’ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ বলেছেন, ‘‘ওখানে যাদেরকে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে, তাদের কারওকেই আমি চিনি না। কোনও দিন তাদের দেখিনি। এরা তৃণমূলের লোক। শামিমার অফিসে বাইক রেখে গলায় গেরুয়া উত্তরীয় জড়িয়ে চলে এসেছে। আমি ববির (স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস) কাছ থেকে জানতে পারলাম, হামলাকারীদের মধ্যে একজনের নাম রাজু, যে এক সময়ে বিজেপি করত। কিন্তু সে অনেক দিন আগেই তৃণমূলে চলে গিয়েছে। বাকিরাও সকলেই তৃণমূল।’’
ডায়মন্ড হারবারে বিজেপি নেতাদের ঘিরে বিক্ষোভ নতুন নয়। ২০২০ সালের ডিসেম্বরে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডার কনভয়ে হামলার ঘটনা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। সেটা ছিল ২০২১ সালের বিধানসভা ভোটের ঠিক কয়েক মাস আগের ঘটনা। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় শিরোনামে সেই ডায়মন্ড হারবার।