দ্বিতীয় বারও পুলিশি তলব এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল, পুলিশ কী পদক্ষেপ করবে?
দ্বিতীয় বার পুলিশের তলবেও সাড়া দেননি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। রবিবার সকাল ১১টায় বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু তিনি যাননি। এ দিকে, তাঁকে ওই সময়ে নিত্যদিনের মতো বোলপুরে দলীয় কার্যালয়ে দেখা গিয়েছে। দু’বার পুলিশের ডাকে সাড়া না দেওয়ায় অনুব্রতের বিরুদ্ধে কি এ বার কোনও কড়া পদক্ষেপ করবে পুলিশ? আপাতত সে দিকেই নজর রয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠকে রাজ্য মন্ত্রিসভা
জুন মাসের দ্বিতীয় দিনে বড় বৈঠক নবান্নে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নেতৃত্বে এই বৈঠকে যোগদান করবেন রাজ্যের সব মন্ত্রী। ২৯ মে আলিপুরদুয়ারে সভা করে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একাধিক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রিসভার বৈঠকে সেই জোড়া আক্রমণের আদৌ কোনও প্রভাব পড়ে কি না, সে দিকে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারত-পাক বাগ্যুদ্ধ: দুই পড়শির মধ্যে চলছে অভিযোগ, পাল্টা অভিযোগ
পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতারি চলছে দেশ জুড়েই। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি বজায় থাকলেও অব্যাহত বাগ্যুদ্ধ। প্রায় প্রতি দিনই ভারত, পাকিস্তান একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলছে। সোমবার ভারত-পাকিস্তান সম্পর্ক, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কোনও নতুন তথ্য উঠে আসে কি না, নজর থাকবে সেই সব খবরের দিকে।
বৃষ্টিতে বিপর্যস্ত বহু রাজ্য, সিকিমে আটক পর্যটকদের উদ্ধারকাজ কত দূর?
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অসম এবং অরুণাচল প্রদেশে। ফুলেফেঁপে উঠেছে একের পর এক নদী। জনজীবন বিপর্যস্ত ত্রিপুরার রাজধানী আগরতলায়। সেখানে হড়পা বান এসেছে বারে বারে। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। বিচ্ছিন্ন বহু এলাকা। উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের এখনও উদ্ধার করা যায়নি। অসম, অরুণাচল, সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালকে রবিবার ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কেরল, কর্নাটকও। ঘরছাড়া বহু মানুষ।
ইজ়রায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়ে এখনও ধোঁয়াশা! কী অবস্থা গাজ়ায়?
প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইজ়রায়েলের সংঘর্ষবিরতি বাস্তবায়নের এখনও কোনও দিশা দেখা যাচ্ছে না। দু’পক্ষকেই সংঘর্ষ থামানোর জন্য প্রস্তাব দিয়েছে আমেরিকা। হামাস গোষ্ঠী সেই প্রস্তাবে রাজি হলেও নিজস্ব কিছু ‘শর্ত’ চাপিয়েছে বলে দাবি আমেরিকার। মূলত কত দিনের জন্য এই সংঘর্ষবিরতি কার্যকর হবে এবং গাজ়া ভূখণ্ড থেকে কতটা পিছু হটবে ইজ়রায়েলি সেনা, তা নিয়ে জট তৈরি হয়েছে। এই অবস্থায় ইজ়রায়েল-হামাস সংঘর্ষ এবং সাধারণ গাজ়াবাসীর দুর্দশার দিকে নজর থাকবে আজ।
ফরাসি ওপেনে একই দিনে নামছেন সিনার, জোকোভিচ
ফরাসি ওপেনে শুরু হয়ে যাচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। সোমবার প্রথম বাছাই ইয়ানিক সিনার নামবেন আন্দ্রে রুবলেভের বিপক্ষে। নোভাক জোকোভিচের প্রতিপক্ষ ক্যামেরন নরি। তৃতীয় বাছাই আলেকজ়ান্ডার জ়েরেভ খেলবেন টেলন গ্রিকস্পুরের বিরুদ্ধে। মেয়েদের বিভাগে দ্বিতীয় বাছাই কোকো গফ খেলবেন একাতেরিনা আলেকজ়ান্দ্রেভার বিরুদ্ধে। তৃতীয় বাছাই জেসিকা পেগুলার প্রতিপক্ষ লোইস বোইসন। খেলা শুরু দুপুর ২.৩০টা থেকে। দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।
ভারত ‘এ’ বনাম ইংল্যান্ড লায়ন্স ম্যাচের চতুর্থ দিন
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের শেষ দিন সোমবার। ভারতীয় ব্যাটারেরা আবার ব্যাট করতে নামতে পারেন। দ্বিতীয় ইনিংসে কারা রান পান সে দিকে নজর থাকবে। দুপুর ৩.৩০টে থেকে শুরু ম্যাচ। সোনি লিভ অ্যাপে খেলা দেখা যাবে।