সংসদ কি ভোটার তালিকা নিয়ে উত্তাল হবে আজও, বিধানসভার অধিবেশন
বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। সোমবারের অধিবেশনে বিজেপি বিধায়ক দীপক বর্মণ সাসপেন্ড হয়েছেন। বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এবং বিধায়ক মনোজ ওঁরাওকে মার্শাল দিয়ে অধিবেশন থেকে বার করে দিয়েছেন। সেই ঘটনার রেশ আজকের অধিবেশনেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অধিবেশনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব ছাড়াও রয়েছে রয়েছে উল্লেখ পর্ব। আর দ্বিতীয় ভাগে বাজেট নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। অন্য দিকে, সংসদেও চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই বিরোধী দলগুলি এপিক নিয়ে সরকারের সমালোচনায় মুখর হয়েছে। বাংলার শাসকদল তৃণমূল বিশেষ ভূমিকা নিলেও কংগ্রেসও পিছিয়ে থাকেনি। আজও এ নিয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে দিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা, শুল্কযুদ্ধের মতো বিষয়গুলি নিয়েও বিতর্ক চলতে পারে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের নজরে থাকা গ্রিনল্যান্ডে নির্বাচন
আজ গ্রিনল্যান্ডে নির্বাচন রয়েছে। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত হলেও এটি আসলে নিয়ন্ত্রণ করে এক ইউরোপীয় দেশ ডেনমার্ক। আধা স্বশাসিত এই দ্বীপরাষ্ট্রকে এ বার আমেরিকার অন্তর্ভুক্ত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পরে তা নিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে ফোনে এক প্রস্থ হম্বিতম্বিও করে ফেলেছেন তিনি। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে। আমেরিকা এবং ডেনমার্কের এই দড়ি টানাটানির মধ্যেই আজ ভোট হচ্ছে গ্রিনল্যান্ডে, যা নির্বাচনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
যাদবপুরের পরিস্থিতি, অচলাবস্থা কাটবে কি
দফায় দফায় কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠকের পরেও অচলাবস্থা কাটছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। সোমবার বিকেলেও থেকে দফায় দফায় বৈঠক হয়েছিল। সেখানে পড়ুয়াদের প্রশ্ন ছিল, ‘পুলিশি হেনস্থা’র প্রেক্ষিতে কী ব্যবস্থা নিচ্ছেন কর্তৃপক্ষ। ওই প্রেক্ষিতে যাদবপুর থানার পুলিশের সঙ্গে কথা বলেন সহ-উপাচার্য। আন্দোলনরত পড়ুয়াদের এ-ও দাবি, যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তথা তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সদস্য ওমপ্রকাশ মিশ্র যেন বিশ্ববিদ্যালয়ে না-ঢোকেন। এ নিয়ে কী ভাবছে বিশ্ববিদ্যালয়? অচলাবস্থা কাটবে কি? আজ নজর থাকবে সে দিকে।
মোহনবাগান ছাড়া চার দল সুপার ছয়ে নিশ্চিত
আইএসএলে আজ বেঙ্গালুরু বনাম মুম্বই খেলা। মু্ম্বইয়ের কাছে এই ম্যাচ মরণ-বাঁচন লড়াই। সুপার সিক্সে জেতে হলে এক পয়েন্ট দরকার মুম্বইয়ের। তারা ড্র করলেই ছিটকে যাবে ওড়িশা। সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে কি এক পয়েন্ট তুলে নিতে পারবে মুম্বই? নাকি মোহনবাগান, গোয়া, নর্থইস্ট, বেঙ্গালুরু, জামশেদপুরের সঙ্গে শেষ ছয়ে যাবে ওড়িশা? আজ বেঙ্গালুরুতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে কারা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ শেষ ১৬-য় মারকাটারি লড়াই। রয়েছে চারটি ম্যাচ। বার্সেলোনা খেলবে বেনফিকার বিরুদ্ধে। ১-০ গোলে এগিয়ে রয়েছে বার্সা। খেলা রাত ১১:১৫ থেকে। ইন্টার মুখোমুখি ফেনুর্ডের, লিভারপুল খেলবে পিএসজি-র সঙ্গে। ইন্টার ২-০ এবং লিভারপুল ১-০ গোলে এগিয়ে। দু’টি ম্যাচ রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে লেভারকুসেন-বায়ার্ন ম্যাচ। বায়ার্ন এগিয়ে রয়েছে ৩-০ গোলে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।