Advertisement
E-Paper

ওবিসি মামলার শুনানি সুপ্রিম কোর্টে, বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে পথে মমতা... আর কী

ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ১২টা নাগাদ মামলাটি শুনতে পারে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। আজ সেখানে এই মামলাটির শুনানি রয়েছে। দুপুর ১২টা নাগাদ মামলাটি শুনতে পারে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।

সপ্তাহের প্রথম দিনেই জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নবান্নের এক সাংবাদিক বৈঠক থেকে তিনি ঘোষণা করেছিলেন বিজেপিশাসিত রাজ্যে বাঙালি এবং বাংলা ভাষার প্রতি আক্রমণের প্রতিবাদে বোলপুরে মিছিল করবেন। গতকালই মমতা পৌঁছে গিয়েছেন বীরভূমে। আজ সেখানেই একটি প্রশাসনিক বৈঠক করে বীরভূম জেলার উন্নয়নের খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বীরভূম জেলা তৃণমূলের নেতাদের নিয়ে বিজেপির বিরুদ্ধে একটি মিছিলে অংশ নেবেন তিনি। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের সঙ্গে সংগঠন নিয়ে কথাও বলতে পারেন তিনি। আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই জেলা সংগঠনে কোনওরকম সমস্যা রয়েছে কি না, তা নিয়েই কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হওয়ার পরেই বিহারে ভোটার তালিকায় সংশোধন নিয়ে বিরোধীদের বিক্ষোভে উত্তাল থেকেছে সংসদ। অন্য দিকে, পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হানা এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা চেয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। কেন্দ্রের একটি সূত্রের খবর, চলতি সপ্তাহেই সংসদের দুই কক্ষে এই দুই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বিরোধীদের দাবি মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আলোচনায় অংশ নেবেন কি না, তা স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে আজ রাজ্যসভা এবং লোকসভায় অধিবেশন শুরু হলে সেখানকার পরিস্থিতির উপর নজর থাকবে।

আজ নগদকাণ্ডে বিচারপতি যশবন্ত বর্মার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত তদন্তের জন্য আদালত যে অভ্যন্তরীণ কমিটি গঠন করে দিয়েছিল, তার রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিচারপতি বর্মা। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্‌র বেঞ্চে মামলাটির শুনানি হবে। আগেই এই শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রধান বিচারপতি বিআর গবই। বিচারপতি বর্মা দিল্লি হাই কোর্টে ছিলেন। চলতি বছরের দোলের দিন তাঁর বাংলো থেকে প্রচুর হিসাববহির্ভূত নগদ টাকা উদ্ধার করা হয়। বিতর্কের মাঝে বিচারপতি বর্মাকে ইলাহাবাদ হাই কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার পরেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে শীর্ষ আদালত। তার রিপোর্ট খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বিচারপতি বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট (অপসারণ)-এর সুপারিশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন। বিচারপতি বর্মা এ বার শীর্ষ আদালতের দ্বারস্থ।

ম্যাঞ্চেস্টারে হার বাঁচিয়েছে ভারত। এখনও সিরিজ়ে টিকে রয়েছে তারা। সিরিজ় ড্র করতে হলে ওভালে শেষ টেস্ট জিততে হবে শুভমন গিলদের। ম্যাঞ্চেস্টারে ভারতের পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তার মাঝেই পরের টেস্টের প্রস্তুতি শুরু করতে হবে শুভমনদের। রয়েছে ভারতীয় শিবিরের সব খবর।

দিব্যা দেশমুখ না কোনেরু হাম্পি? ইতিহাস রচনা করবেন কে? ১৯ বছরের দিব্যা ও ৩৮ বছরের হাম্পি দুটো ক্লাসিক্যাল গেমই ড্র করেছেন। ফলে খেলা গড়িয়েছে টাইব্রেকারে। আজ টাইব্রেকারে ফয়সালা হবে যে ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন কে হবেন? খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে।

কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও চলবে ঝড়বৃষ্টি।

News of the Day OBC Certificate Supreme Court of India Mamata Banerjee Immigrants Narendra Modi Indian Parliament Justice Yashwant Varma India-England Test Series Weather Today chess
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy