Advertisement
০২ মে ২০২৪
Train

আজ থেকে ৩ দিন শিয়ালদহ শাখায় বন্ধ বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের শঙ্কা

পূর্ব রেল সূত্রে খবর, কাকিনাড়া এবং নৈহাটি স্টেশনে চতুর্থ লাইন চালু করতে নন-ইন্টারলকিংয়ের কাজ দ্রুত শেষ করতে চায় রেল। ওই শাখার যাত্রীদের আরও ভাল পরিষেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জন্যই সাময়িক ভাবে অসুবিধা হবে যাত্রীদের। তবে নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়ে গেলে পরিষেবা আরও ভাল হবে। যদিও এই ক’দিন যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকছে।

যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকছে।

যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৯
Share: Save:

কাঁকিনাড়া-নৈহাটি স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য তিন দিন শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল। ৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ১০ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত ওই শাখায় নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। সোমবার থেকে ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হবে।

পূর্ব রেল সূত্রে খবর, কাকিনাড়া এবং নৈহাটি স্টেশনে চতুর্থ লাইন চালু করতে নন-ইন্টারলকিংয়ের কাজ দ্রুত শেষ করতে চায় রেল। ওই শাখার যাত্রীদের আরও ভাল পরিষেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই জন্যই সাময়িক ভাবে অসুবিধা হবে যাত্রীদের। তবে নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়ে গেলে পরিষেবা আরও ভাল হবে। যদিও এই ক’দিন যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা থাকছে।

পূর্ব রেল সূত্রে খবর, শুক্রবার শিয়ালদহ-রানাঘাট শাখায় মোট ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার বাতিল হয়েছে ৪০টি লোকাল। তার মধ্যে ৮টি শিয়ালদহ-রানাঘাট লোকাল, ২৪টি শিয়ালদহ-নৈহাটি লোকাল আর ৮টি শিয়ালদহ-কল্যাণী লোকাল রয়েছে।

আরও পড়ুন, সরকার লটারি বন্ধ করলে বাবা মরত না

একই ভাবে ১০ ফেব্রুয়ারি, রবিবার বাতিল করা হয়েছে মোট ৪২ ট্রেন। সেই তালিকায় রয়েছে ৮টি শিয়ালদহ-রানাঘাট, ২৪টি শিয়ালদহ-নৈহাটি, দু’টি রানাঘাট-নৈহাটি এবং ৮টি শিয়ালদহ-কল্যাণী লোকাল।

(পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় খবর জানতে পড়ুন আমাদের রাজ্য বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sealdah Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE