Advertisement
০৫ মে ২০২৪
Train Services Disrupted

আসানসোলে বিদ্যুতের খুঁটি বেঁকে গিয়ে ট্রেন চলাচল ব্যাহত! ডাউন লাইনে থমকে একাধিক এক্সপ্রেস

মঙ্গলবার সকালে ডাউন লাইন ধরে এগোচ্ছিল বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আসানসোলের কাছে ওভারহেড তারের লন্ডভন্ড দশা দেখে তড়িঘড়ি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন ট্রেনের চালক।

Train services disruption due to an electric poll near Asansol station

বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটি। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ১০:৫৯
Share: Save:

ওভারহেড তার-সহ ইলেকট্রিক পোল বা বিদ্যুতের খুঁটি বেঁকে যাওয়ায় আসানসোল-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা ২০ নাগাদ হয়েছে এই ঘটনা ঘটে। রেল আধিকারিকদের অনুমান, ডাউন লাইন দিয়ে মালগাড়ি যাওয়ার সময় সেটির দরজা খোলা ছিল। আর সেই দরজার সঙ্গে সংঘর্ষের ফলেই বেঁকে গিয়েছে বিদ্যুতের খুঁটিটি। ৯টার পর খুঁটিটি মেরামত করার কাজ শুরু হলেও ডাউন মেন লাইনে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। পাশের লাইন দিয়ে ধীর গতিতে কয়েকটি ট্রেনকে হাওড়ার উদ্দেশে পাঠানো হচ্ছে।

মঙ্গলবার সকালে ডাউন লাইন ধরে এগোচ্ছিল বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ওভারহেড তারের লন্ডভন্ড দশা দেখে তড়িঘড়ি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন ট্রেনের চালক। খবর পৌঁছয় রেল আধিকারিকদের কাছে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানান, আসানসোল পূর্ব কেবিনের কাছে ডাউন মেন লাইনে ওভারহেড তারের খুঁটি কোনও ভাবে বেঁকে গিয়েছিল। সকাল ৭টা ২০ নাগাদ ঘটনাটি ঘটে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে। আপাতত পাশের লাইন দিয়ে ধীর গতিতে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়ামুখী ট্রেনগুলিকে। তবে এখনও বহু ট্রেন আসানসোল ঢোকার আগেই ডাউন লাইনে আটকে রয়েছে। সকাল ৯টা নাগাদ বিকানের-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে ফের রওনা দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Asansol Electric Pole Eastern Railway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE