Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পোলট্রিতে প্যাঁচানো তার, মৃত দুই নাবালক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ইন্দ্রজিৎ বিশ্বাসের পোলট্রির ব্যবসা। মুরগি চুরি, জন্তু-জানোয়ারের উৎপাত ঠেকাতে পোলট্রির চারপাশ বিদ্যুতের তার দিয়ে ঘিরে দিয়েছিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
অশোকনগর শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ১৩:৪৫
Share: Save:

বিকেলে লুকোচুরি খেলছিল ছেলেমেয়েরা। যখন বাড়ি ফিরল, তত ক্ষণে দু’টো প্রাণ আর নেই। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক জন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ছিল তিনজনই। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার ভুরকুণ্ডা পঞ্চায়েতের সেনডাঙা আনন্দপাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ইন্দ্রজিৎ বিশ্বাসের পোলট্রির ব্যবসা। মুরগি চুরি, জন্তু-জানোয়ারের উৎপাত ঠেকাতে পোলট্রির চারপাশ বিদ্যুতের তার দিয়ে ঘিরে দিয়েছিলেন তিনি।

খেলতে খেলতে সে দিকেই চলে গিয়েছিল অরূপ বিশ্বাস (১১), শুভমিতা শীল (১২), গণেশ বিশ্বাসরা। কোনও ভাবে বিদ্যুতের তারে হাত লাগে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কোনও একজনের বিপদ দেখে বাকিরাও এগিয়ে গিয়েছিল। শক লেগে ছিটকে পড়ে তিনজন। পরে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অরূপ ও শুভমিতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পাঁচ বছরের গণেশকে পাঠানো হয়েছে বারাসত হাসপাতালে।

খবর চাউর হতেই উত্তেজিত জনতা পোলট্রি ঘিরে আগুন লাগিয়ে দেয়। ইন্দ্রজিৎ এলাকা ছেড়ে পালান। অরূপের বাবা আশুতোষবাবু, শুভমিতার বাবা শচীন্দ্র শীলদের আক্ষেপ, ‘‘কেন এ ভাবে দিনেও বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন পোলট্রি মালিক? ওঁর কঠোর শাস্তি চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE