ভাঙড় কাণ্ডে ফের ধরপাকড় শুরু করল রাজ্য সরকার। গার্ডেনরিচ এবং গোপালনগর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হল। ভাঙড় আন্দোলনের অন্যতম দুই নেতা কুশল দেবনাথ এবং শঙ্কর দাসকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে গ্রেফতার করা হলেও তাঁদের রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানায় রাখা হচ্ছে বলে ধৃতদের পারিবারিক সূত্রে জানা গিয়েছে। বুধবার তাঁদের বারুইপুর আদালতে পেশ করা হবে।
পাওয়ার গ্রিডের বিরোধিতায় ভাঙড়ে গ্রামবাসীদের আন্দোলন কিছু দিন আগেই হিংসাত্মক চেহারা নিয়েছিল। বেশ কয়েক দিন অবরুদ্ধ হয়ে ছিল ভাঙড়। আক্রান্ত হয়েছিল পুলিশ। গুলিতে মৃত্যুর ঘটনাও ঘটেছিল। তার পর শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে এবং প্রশাসনের উপর আস্থা রাখতে গ্রামবাসীদের অনুরোধ জানিয়ে প্রায় মুক্তাঞ্চলে পরিণত হওয়া গ্রামগুলিতে ফের ঢোকে পুলিশ। ভাঙড়কে অবরোধ মুক্ত করেই শুরু হয় ধরপাকড়। আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক শর্মিষ্ঠা চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার পর থেকে কিছু দিন ধরপাকড় বন্ধ ছিল। কিন্তু মঙ্গলবার ফের দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
ভাঙড়ে আন্দোলনের আগুন আর কিছুতেই বাড়তে দিতে চায় না প্রশাসন। —ফাইল চিত্র।
কুশল দেবনাথকে গ্রেফতার করা হয়েছে গার্ডেনরিচ এলাকায় তাঁর বাড়ির কাছ থেকেই। আর শর্মিষ্ঠা-অলীকদের দল সিপিআই (এমএল) রেড স্টারের কর্মী শঙ্কর দাসকে গোপালনগরের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। প্রথমে তাঁদের ভবানী ভবনে নিয়ে গিয়ে জেরা করা হয়। সন্ধ্যার পর তাঁদের সোনারপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বিজেপি-কে জমি নয়, টেট-সক্রিয় সিপিএম