হাইকোর্টের নির্দেশ মেনে বনগাঁর পুরপ্রধান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপরে কাউন্সিলরদের বৈঠকের দিন নির্দিষ্ট করলেন উত্তর ২৪ জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তী। ওই বৈঠকে ভোটাভুটিও হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় জেলাশাসকের অফিসে বৈঠক হবে। জেলাশাসক পুরসভার ২২ জন কাউন্সিলরকে চিঠি এ ব্যাপারে দিয়েছেন। চিঠি দেওয়া হয়েছে, পুরসভার এগজিকিউটিভ অফিসারকেও। সকলকে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠককে কেন্দ্র করে জোরদার করা হচ্ছে পুলিশি নিরাপত্তা।
অনাস্থা ভোটে জয়লাভের বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। দলের জেলা সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘অনাস্থা ভোটে জয়ের বিষয়ে আমরা একশো শতাংশ নিশ্চিত। অন্য দিকে, বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, ‘‘অনাস্থা বৈঠকে আমরা যোগ দেব। জয়ের বিষয়ে আমরা আশাবাদী। আমরা বিশ্বাস করি, কাউন্সিলরেরা নৈতিকতা মাথায় রেখে ভোট দেবেন।’’