ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে বর্ষার আগমন হতে চলেছে এ বার দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দু’এক দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হতে চলেছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই বৃষ্টির সম্ভাবনা হয়েছে। এ দিন সকাল থেকেই আকাশ মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তিও কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এমনিতে ৮ জুন পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু এ মরশুমে মৌসুমী বায়ু কিছুটা দেরিতে এ রাজ্যে এসে পৌঁছয়। ২১ জুন থেকে বর্ষা ঢুকে পড়ে রাজ্যে। কিন্তু তারপর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হলেও হাপিত্যেশ করে বসেছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। বর্ষা ঢুকে পড়লেও মৌসুমী বায়ু অত্যন্ত দুর্বল হওয়ায় সে ভাবে বৃষ্টির দেখা মিলছিল না দক্ষিণবঙ্গে।