উত্তুরে হাওয়ায় দাপটে রাজ্যে শীতের আমেজ। জাঁকিয়ে শীত না পড়লেও রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোরের শিরশিরে হাওয়াতেও মালুম হচ্ছে শীতকাল এ বার আসতে চলেছে। হালকা কুয়াশাও দেখা যাচ্ছে কোথাও কোথাও। তবে দিনের বেলা রোদ উঠলে ঠান্ডা তেমন থাকছে না। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। কলকাতার সঙ্গে রাজ্যের অন্য জেলাতেও নেমেছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েক দিন রাজ্য জুড়ে শীত-শীত ভাব বজায় থাকবে। তবে একটি সতর্কবার্তাও রয়েছে— আগামী সপ্তাহে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তা হলে শীতের এই দ্রুত ইনিংস খানিক ধাক্কা খাবে শুরুতেই।
সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া থাকবে রৌদ্রচ্ছ্বল। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা আকাশ থাকবে পরিষ্কার।