Advertisement
E-Paper

বর্ষপূর্তিতে মন্ত্রীদের এনে বিজেপির সভা

মোদী সরকারের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। আগামী ২৬ মে এই সরকারের এক বছর পূর্তি। সে জন্য ২৫ মে থেকে ৩১ মে, এক সপ্তাহ জুড়ে রাজ্যের নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরবে রাজ্য বিজেপি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০৪:০৪

মোদী সরকারের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।

আগামী ২৬ মে এই সরকারের এক বছর পূর্তি। সে জন্য ২৫ মে থেকে ৩১ মে, এক সপ্তাহ জুড়ে রাজ্যের নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরবে রাজ্য বিজেপি। এই সাফল্যকে আগামী বিধানসভা ভোটের আগাম প্রচার হিসেবেও কাজে লাগাতে চায় তারা। সে জন্যই পর্যায়ক্রমে কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্যে এনে জনসভা করার পরিকল্পনা হয়েছে। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আগামী ২৫ মে, সোমবার আসানসোলে জনসভা দিয়ে শুরু হবে সেই প্রচার। পরের দিন, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিংহ কলকাতায় এসে বড়বাজারের সত্যনারায়ণ পার্কে একটি সভা করতে পারেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি রাহুল সিংহ। ২৭ মে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি মেদিনীপুর শহরে সভা করবেন।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের দলের বর্ষপূর্তি পালনে যখন এ রাজ্যে এসে প্রচারের প্রস্তুতি নিচ্ছেন, তখন কংগ্রেসও মোদী সরকারের ব্যর্থতা তুলে পাল্টা প্রচারে নেমে পড়েছে। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গাঁধী দেশের বিভিন্ন রাজ্যে প্রতিনিধি পাঠিয়ে মোদীর নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তবচিত্রের ফারাক তুলে ধরছেন।

বুধবার এ রাজ্যেও রাহুলের বার্তাবহ হিসেবে এসেছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সচিন পায়লট। প্রদেশ কংগ্রেস দফতরে এসে তিনি বোঝালেন, কৃষি থেকে শুরু করে মহিলা ও শিশু উন্নয়ন সব ক্ষেত্রেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ মোদী সরকার। সব প্রকল্পেই অনুদান কমিয়েছে কেন্দ্র। এই ব্যর্থতা মানুষের কাছে তুলে ধরে কংগ্রেস মানুষকে বোঝাবে, ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। তাঁর অভিযোগ, ‘‘ফসল নষ্ট হলে চাষিদের ঋণ মকুব করেছিল আমাদের সরকার। কিন্তু মোদী সরকার কিছুই করেনি। চাষিদের আত্মহত্যাতেও তারা নীরব।’’

modi government anniversary state bjp central ministers state bjp celebrate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy