Advertisement
১৬ মে ২০২৪

বৈদ্যুতিন আর্থিক লেনদেনে প্রথম দশে রাজ্য

প্রথম দশে রাজ্য। ই-গভর্নেন্স প্রকল্পের হাত ধরে এক লাফে ই-ট্রানজাকশন বা আর্থিক লেনদেনের সংখ্যা বাড়িয়ে নিয়েছে রাজ্য। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের দশ মাসে রাজ্যে মোট বৈদ্যুতিন লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ন’ কোটির বেশি।

গার্গী গুহঠাকুরতা
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৬ ০২:০৩
Share: Save:

প্রথম দশে রাজ্য।

ই-গভর্নেন্স প্রকল্পের হাত ধরে এক লাফে ই-ট্রানজাকশন বা আর্থিক লেনদেনের সংখ্যা বাড়িয়ে নিয়েছে রাজ্য। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের দশ মাসে রাজ্যে মোট বৈদ্যুতিন লেনদেনের সংখ্যা দাঁড়িয়েছে ন’ কোটির বেশি। এবং একই সঙ্গে মাথা পিছু বৈদ্যুতিন আর্থিক লেনদেন বেড়ে দাঁড়িয়েছে এক হাজারের বেশি। রাজ্য সরকারি সূত্রের খবর, বদলে যাওয়া ছবির পেছনে রয়েছে রাজ্য জুড়ে প্রচার কর্মসূচি।

রাজ্য সরকার অনলাইনে সরকারি পরিষেবা বা ই-গভর্নেন্স প্রকল্পনিয়ে সচেতনতা বাড়াতে মোবাইল ভ্যান ও পথনাটিকা চালুকরেছে। রাজ্যের সমস্ত ব্লকেপৌঁছে যাচ্ছে গাড়ি ও পথনাটিকার দল। এই কর্মসূচির দায়িত্বে রয়েছে ওয়েবেল। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কৌশিক হালদার বলেন, ‘‘ ৩৪১ ব্লকে গিয়ে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে কত ধরণের সরকারি পরিষেবা অনলাইনে পাওয়া যেতে পারে। বিবিধ শংসাপত্র, বৃত্তি ইত্যাদি পেতে সরকারি দফতরে দৌড়তে হবে না।’’ কেন্দ্রীয় সরকারের ‘ডিজিটাল’ কর্মসূচির অধীনস্থ এই প্রকল্প কাজে লাগিয়ে ই-গভর্নেন্সমুখী রাজ্য হিসেবে পরিচিতি চায় এ রাজ্য। একটি গাড়ি কলকাতা থেকে যাত্রা শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরছে। অন্যটি জলপাইগুড়ি থেকে মালদহ পর্যন্ত ঘুরছে।

মাস ছয়েক আগেও এ রাজ্যে ই-গভর্নেন্স প্রকল্পের ছবিটা মলিন ছিল। ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রাজ্যের ইন্টারনেট প্রস্তুতি নিয়ে আইএএমএআই একটি রিপোর্ট তৈরি করেছে। ইন্টারনেট যোগাযোগের পরিকাঠামো, ইন্টারনেটের মাধ্যমে সরকারি পরিষেবা, নাগরিকদের অংশগ্রহণ ও সার্বিক তথ্যপ্রযুক্তি পরিষেবা - মূলত এ সব মাপকাঠির ভিত্তিতে রাজ্যগুলির ই-প্রস্তুতি সংক্রান্ত সূচক তৈরি হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এর পরে রয়েছে যথাক্রমে কর্নাটক, গুজরাত, তেলেঙ্গানা ও তামিলনাড়ু। প্রথম পাঁচে স্থান পাওয়া দূরস্ত্। প্রথম দশেও নেই পশ্চিমবঙ্গ। ঠাঁই হয়েছে প্রায় শেষে। ১৭ নম্বরে।

এই বেহাল দশা উঠে এসেছিল কেন্দ্রীয় ওয়েব পোর্টাল ‘ই-তাল’-এর পাতায়। দেশ জুড়ে বিভিন্ন ই-গভর্ন্যান্স প্রকল্পের মাধ্যমে ই-ট্রানজাকশন বা আর্থিক লেনদেনের পরিমাণ মেপে রাখাই কেন্দ্রীয় ওয়েব পোর্টাল ‘ই-তাল’-এর কাজ। আর সেই পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি তালিকার প্রথমে প্রত্যাশিত ভাবেই উঠে এসেছিল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, গুজরাতের নাম।

এ বার সেই ছবিটা বদলাচ্ছে। তালিকার অনেক পেছনে থেকে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। চলতি বছরে রাজ্যে এখন পর্যন্ত মোট ই-ট্রানজাকশনের সংখ্যা ন’ কোটি ছাড়িয়েছে। তালিকায় প্রথমে থাকা অন্ধ্রপ্রদেশে মোট ই-ট্রানজাকশনের সংখ্যা ৯৪ কোটি । তার পরেই রয়েছে তেলেঙ্গানা, কেরালা, গুজরাত, উত্তরপ্রদেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Electronic financial transactions Digital card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE